প্রখর তপন তাপে পুড়বে কলকাতা! জারি কমলা সতর্কতা

ODD বাংলা ডেস্ক: ODD বাংলা ডেস্ক: প্রবল তাপে পুড়বে কলকাতা! বৃহস্পতিবার দিনভর গরমের জ্বালায় নাস্তানাবুদ হবেন মানুষ। সকালেই শহরে এই সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়াবিদদের আশঙ্কা, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়ে ফেলতে পারে ৪০ ডিগ্রির সীমাও। যা গত বেশ কয়েক বছরের চৈত্রের অন্যতম উষ্ণ দিন বলে অনুমান।বৃহস্পতিবার কলকাতাতেও তাপপ্রবাহের সমূহ সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দফতর। প্রয়োজন ছাড়া বেলা বাড়ার পর এবং সূর্যাস্তের আগে বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে কলকাতায়। এ ছাড়াও আরও ৭টি জেলায় জারি করা হয়েছে তাপপ্রবাহের কমলা সতর্কতা। এর মধ্যে হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর রয়েছে।কলকাতায় বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৬ থেকে ৪১.৬ ডিগ্রি পর্যন্ত পৌঁছতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দফতর।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.