এই বিশেষ উপায় তৈরি করুন ডাবের শরবত, গরমে মিলবে স্বস্তি, দূর হবে নানান শারীরিক জটিলতা
ODD বাংলা ডেস্ক: ক্রমে বাড়ছে গরম। এই সময় ছোট থেকে বড় সকলের শরীরে দেখা দিচ্ছে জটিলতা। গরমের দিনে স্বাস্থ্য ঠিক রাখা সব থেকে কঠিন কাজ। এই সময় হজমের সমস্যা, ত্বকের সমস্যা থেকে জ্বরের মতো সমস্যায় ভোগে প্রায় সকলে। রোদ লেগে অনেকে অসুস্থ হয়ে পড়েন। বিশেষজ্ঞরা সুস্থ থাকতে রোদে বাইরে বের হতে বারন করে থাকেন। তবে, সকলের তা করার উপায় নেই। অনেকেই কাজের দরকারে বাড়ির বাইরে বের হতে হয়। আজ রইল কয়টি গুরুত্বপূর্ণ টিপস। গরমের সময় একটি মাত্র শরবত স্বস্তি দিতে পারে আপনাকে। এই সময় নিয়ম করে ডাবের শরবত পান করুন। এতে গরমে মিলবে স্বস্তি। দূর হবে নানান শারীরিক জটিলতা। দেখে নিন কী কী করবেন।
ডাবের শরবত বানাতে প্রয়োজন ডাবের জল, চিনি, নুন ও লেবুর রস। একটি গ্লাসে ডাবের জল নিন। তাতে পরিমাণ মতো চিনি, নুন মেশান। ভালো করে মিশিয়ে নিন। এবার তাতে দিন পাতিলেবুর রস। তৈরি ডাবের শরবত। গরমে নিয়ম করে ডাবের শরবত পানে দূর হবে নানান জটিলতা।
ডিহাইড্রেশন থেকে মুক্তি পেতে ডাবের শরবত খেতে পারেন। এই সময় অধিকাংশের শরীরে জলের অভাব হয়। ঘামের মধ্য দিয়ে প্রয়োজনীয় জল বেরিয়ে যায়। এর থেকে মুক্তি পেতে ডাবের শরবত পান করুন।
রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে ডাবের শরবত খেতে পারেন। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এটি বেশ উপকারী। এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। যা স্বাস্থ্যের জন্য উপকারী।
পরিপাক তন্ত্র সুস্থ রাখতে ডাবের শরবত খেতে পারেন। এই সময় বমি, ডায়রিয়া, পেটে ব্যথা, অন্ত্রে প্রদাহের মতো সমস্যা দেখা যায়। এর থেকে মুক্তি পেতে ডাবের শরবত খেতে পারেন। এটি স্বাস্থ্যের উন্নতি ঘটায়। গরমের এই সমস্যা দূর করতে।
শরীর ঠান্ডা রাখে ডাবের শরবত। এই সময় গরমের কারণে শরীর গরম হওয়া স্বাভাবিক। এর থেকে দেখা দেয় নানান জটিলতা। তাই সুস্থ থাকতে চাইলে ডাবের শরবত খেতে পারেন।
রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নতিতে খেতে পারেন এই বিশেষ উপায় তৈরি ডাবের শরবত। রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে গেলে দেখা দেয় নানান জটিলতা। গরমে এর থেকে পান স্বস্তি। নিয়ম করে খান ডাবের শরবত। মিলবে উপকার। এরই সঙ্গে গরমে হজম ক্ষমতা উন্নত হবে ডাবের শরবতের গুণে।
Post a Comment