‘অমর্ত্য সেনের বাড়ি ভাঙতে এলে আমি ধরনায় বসব’, হুঙ্কার মমতার


ODD বাংলা ডেস্ক: ফের নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত‌্য সেনের  বাড়ি নিয়ে কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণ শানালেন মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়। জানিয়ে দিলেন, ওই বাড়ি ভাঙার চেষ্টা হলে বুলডোজারের সামনে বসে তা আটকাবেন তিনি। বুধবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে মুখ‌্যমন্ত্রী বলেন, ‘‘অমর্ত‌্য সেনের মতো মানুষকে তারা আক্রমণ করছে। অমর্ত‌্য সেনের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেবে বলছে। ওদের অর্ডারসিটি দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। যদি দেখি বুলডোজার চালাচ্ছে আমি হচ্ছি প্রথম যে সেখানে গিয়ে বসে থাকবে। ধরনা দেব। বাংলা শিক্ষা সংস্কৃতির রাজ‌্য। আমি দেখব, মানবিকতা ক্ষমতাশালী না বুলডোজার ক্ষমতাশালী।’’উল্লেখ‌্য, এর আগে বীরভূম সফরে গিয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়ি ‘প্রতীচী’তে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কড়া বার্তাও দেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.