'স্ত্রী মুসলিম আমি হিন্দু, দু'জনেই গর্বিত': মনোজ বাজপেয়ী
ODD বাংলা ডেস্ক: বড় পর্দায় অভিনয়ের পাশাপাশি ওয়েব সিরিজেও এখন চুটিয়ে কাজ করছেন অভিনেতা মনোজ বাজপেয়ী। ভার্সেটাইল অভিনেতা মনোজ তাঁর লেটেস্ট রিলিজ গুলমোহর আর দ্য ফ্যামিলি ম্যান-এ আরও একবার আপামোর দর্শকের মন জিতে নিয়েছে। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের সমীকরণ নিয়ে খোলামেলা আলোচনা করেন। ব্রাহ্মন পরিবারের সন্তান হয়েও মুসলিম ধর্মাবোলম্বী মহিলার সঙ্গে সুখে সংসার করছেন। ধর্ম নিয়ে তাঁদের মধ্য কোনও মত বিরোধ নেই। বরং একজন হিন্দু হিসাবে গর্বিত মনোজ। আর স্ত্রী সাবানা রাজাও নিজের ধর্ম নিয়ে গর্বিত।মনোজ বাজপেয়ীর কাছে ধর্ম কোনও বড় বিষয় নয়। তাঁর মতে, সকলে নিজের পরিচয়, নিজের ধর্ম নিয়ে বাঁচে। বলিউডের একজন সফল অভিনেতা অভিনেতা হলেও, তাঁর স্ত্রী সাবানা কিন্তু, লাইম লাইট থেকে মোটামুটি দূরেই থাকেন।
Post a Comment