গত ৫ বছরে ৬০০০কোটি টাকা ব্যয় করা হয়েছে কেবল যমুনার দূষণ রুখতে
ODD বাংলা ডেস্ক: যমুনার দূষণ রুখতে পাঁচ বছরে খরচ করা হয়েছে প্রায় ৬ হাজার কোটির বেশি টাকা। দিল্লি বিধানসভায় এক সদস্যের প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছে পরিবেশ দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী। দূষণ রোধে হাজার হাজার কোটি টাকা খরচ হওয়া সত্ত্বেও যমুনা জল পরিষ্কার না হওয়ায়, উঠতে শুরু করেছে প্রশ্ন।পুরসভা বিজেপির হাতে থাকার সময় যমুনার দূষণ নিয়ন্ত্রণের দায় নিয়ে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ ও পালটা অভিযোগকে ঘিরে উত্তপ্ত হয়েছিল রাজনীতি। সম্প্রতি বিধানসভার অধিবেশন চলাকালীন যমুনার দূষণ নিয়ন্ত্রণে অরবিন্দ কেজরিওয়াল সরকার কী ব্যবস্থা নিয়েছে, তা জানতে চেয়েছিলেন এক বিধায়ক। দূষণ নিয়ন্ত্রণে এরপরেই চাঞ্চল্যকর রিপোর্টটি প্রকাশ্যে আসে।
Post a Comment