ভাগ্য ফেরাতে পারে মাত্র একটা ১ টাকার কয়েন! জেনে নিন কী ভাবে

 


ODD বাংলা ডেস্ক:  জীবনে সাফল্য ও অর্থলাভ করতে আমরা কে না চাই? কিন্তু অনেক সময় দেখা যায় হাড়ভাঙা খাটুনি খেটেও কেউ কেউ কাঙ্খিত ফল লাভ করতে পারছেন না। সৌভাগ্য সঙ্গে না থাকাতেই চেষ্টা করেও উপযুক্ত ফল অনেকে লাভ করতে পারেন না বলে জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র। এরকম অবস্থায় কিছু সহজ টোটকার কথা বলা আছে জ্যোতিষশাস্ত্রে। এই টোটকা সঠিক ভাবে মেনে চললে খুশি হন মা লক্ষ্মী এবং আর্থিক সৌভাগ্য লাভ করা সম্ভব হয়। আজ আমরা আলোচনা করব এক টাকার কয়েন দিয়ে ভাগ্য ফেরানোর সহজ টোটকা।


আর্থিক সমস্যা দূর করতে ১ টাকার কয়েনের সহজ টোটকা


কেরিয়ারে সাফল্য় পেতে


যদি পরিশ্রম করেও কেরিয়ারে সাফল্য না পান, তাহলে আপনার ভাগ্য বদলে দিতে পারে ১ টাকার কয়েনের এই টোটকা। একটা ময়ূরের পালকের সঙ্গে একটি ১ টাকার কয়েন নিজের সঙ্গে সব সময় রাখুন। এর ফলে ধীরে ধীরে আপনি কেরিয়ারে সাফল্য পেতে শুরু করবেন।


আর্থিক অবস্থা ভালো করতে


নিজের আর্থিক পরিস্থিতি ভালো করার জন্য এক টাকার কয়েন নিবেদন করে মা লক্ষ্মীর পুজো করুন। একটি মাটির প্রদীপ নিয়ে সেটি সর্ষের তেলে পূরণ করুন। তারপর সেটি জ্বালিয়ে দিন। তবে খেয়াল রাখবেন, গোটা প্রক্রিয়া চলাকালীন নিজের হাতে একটি এক টাকার কয়েন অবশ্যই ধরে রাখবেন। এর ফলে মা লক্ষ্মী তুষ্ট হবে ও লক্ষ্মীর কৃপায় আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে।


পারিবারিক সমস্যা মেটাতে


বাস্তু মতেও এক টাকার কয়েনের বিশেষ গুরুত্ব রয়েছে। এক টাকার কয়েন সঠিক ভাবে ব্যবহার করলে তা আপনার ঘর থেকে নেগেটিভ এনার্জি দূরে সরিয়ে ঘরে সুখ শান্তি ধরে রাখতে পারে। তাই আপনার সংসারে যদি অশান্তি ঝামেলা লেগেই থাকে তাহলে তাহলে কোনও মন্দিরে গিয়ে একমুঠো চাল ও একটি এক টাকার কয়েন হাতে নিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। এরপর এই চাল ও টাকা চুপচাপ মন্দিরের এক কোণে রেখে দিন। এর ফলে আপনার পরিবারের সব সমস্যা মিটতে শুরু করবে।


অসুখ থেকে মুক্তি পেতে


যদি অসুখ-বিসুখ আপনার পিছু না ছাড়ে, তাহলেও আপনার ত্রাতা হতে পারে এক টাকার কয়েন। অসুখ থেকে মুক্তি পেতে নিজের মাথায় রেখে পরে তা মহাদেবকে নিবেদন করুন। এর ফলে নাছোড় অসুখ থেকেও মুক্তি পেতে পারেন।


শনির রোষ থেকে মুক্তি


আপনার উপর যদি শনির দশা চলে, তাহলে শনির রোষ থেকেও মুক্তি পেতে এক টাকার কয়েন আপনাকে সাহায্য করতে পারে। কিছুটা উরাদ ডাল ও একটি এক টাকার কয়েন নিয়ে তা নিজের মাথার উপর সাত বার ঘুরিয়ে নিয়ে কোনও নদীর জলে ভাসিয়ে দিন। এর ফলে শনির রোষ অনেকটাই প্রশমিত করা সম্ভব হব

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.