নয়া দু'টি বিষয়ের সংযোজন উচ্চমাধ্যমিক স্তরে, বিজ্ঞপ্তি জারি করল পর্ষদ
ODD বাংলা ডেস্ক:পশ্চিমবঙ্গ বোর্ডের অধীনে থাকা যে স্কুলগুলি এই শিক্ষাবর্ষ থেকে ডেটা সায়েন্স এবং আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স পড়াতে চায়, তাদের ২ মে থেকে ৩০ জুনের মধ্যে আবেদন জানাতে হবে বলে জানানো হয়েছে পর্ষদের বিজ্ঞপ্তিতে। নয়া বিষয়ের সংযোজনের ঘোষণা করলেও পর্ষদ মেনে নিয়েছে, সব স্কুলে এখনই এই দুই বিষয় পড়ানো সম্ভব নয়। পরিকাঠামোগত কারণেই তা সম্ভব হয়ে উঠবে না।এদিকে যে স্কুলগুলি ডেটা সায়েন্স এবং আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স পড়াতে চায়, তাদের কিছু শর্ত মানতে হবে বলে জানানো হয়েছে পর্ষদের বিজ্ঞপ্তিতে। যেসব স্কুলে কম্পিউটার সায়েন্স পড়ানো হয় এবং সেই সংক্রান্ত ল্যাব রয়েছে, শুধুমাত্র সেই সব স্কুলকেই ডেটা সায়েন্স এবং আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স পড়ানোর অনুমতি দেওয়া হবে।এদিকে ডেটা সায়েন্স এবং আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স পড়ানোর জন্য কম্পিউটার সায়েন্স বা তথ্য প্রযুক্তিতে বিএসসি, বিই বা বিটেক নয়তো স্নাতকোত্তর পাশ স্থায়ী শিক্ষক নিয়োগ করতে হবে। তা না হলে পদার্থবিদ্যা, রসায়ন বা গণিতে স্নাতক পাশ করে ডেটা সায়েন্স এবং আর্টিফিশিয়াল ইন্টালিজেন্সে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদেরও এই বিষয়গুলি পড়ানোর দায়িত্ব দেওয়া যেতে পারে।
Post a Comment