ওড়িশার মুকুটে নয়া পালক! প্রথম আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু হল ভুবনেশ্বর বিমানবন্দর থেকে
ODD বাংলা ডেস্ক: প্রথম আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু হল ভুবনেশ্বর বিমানবন্দর থেকে। কর্মকর্তারা জানিয়েছেন, ১৫ মে থেকে ইন্ডিগো দুবাই পর্যন্ত সরাসরি বিমান পরিষেবা শুরু করবে। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক শনিবার ‘উৎকল দিবস’ উপলক্ষে বিমান টিকিট বিক্রি শুরু করেছেন। ইন্ডিগো সপ্তাহে তিনদিন এই পরিষেবাটি পরিচালনা করবে - সোমবার, বুধবার এবং শুক্রবার৷ একজন কর্মকর্তা জানিয়েছেন, উদ্বোধনী টিকিটের মূল্য প্রতি সেক্টরে ১০,০০০ টাকা। ওড়িশার প্রথম আন্তর্জাতিক ফ্লাইট ১৫ মে, ভুবনেশ্বর-দুবাইকে সংযোগ করবে।বাইয়ের সঙ্গে সরাসরি সংযোগ বিশ্বের দরবারে একটি প্রবেশদ্বার খুলে দেবে,’ নবীন পট্টনায়েক বলেন।জানা গিয়েছে, শীঘ্রই, সিঙ্গাপুর এবং ব্যাংককের ফ্লাইটও শুরু হবে।
Post a Comment