চরম অর্থনৈতিক সংকটে পাকিস্তান! খুশির ঈদের দিনেও খাবারের জন্য হাহাকার
ODD বাংলা ডেস্ক: পাকিস্তানের অর্থনৈতিক সঙ্কট সারা দেশে কয়ক কোটি মানুষকে ঈদের সময় কম খরচ করতে বাধ্য করেছে। দেশের শীর্ষস্থানীয় খুচরা বিক্রেতাদের মতে ঈদুল ফিতর পর্যন্ত বিগত কয়েক বছরের তুলনায় দেশে খুচরা বিক্রি-তে তীব্র মন্দা দেখা গিয়েছে। সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখোমুখি চিন এবং ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান।পাকিস্তানে ভোক্তা মূদ্রাস্ফীতি এক বছরের আগের তুলনায় মার্চ মাসে রেকর্ড 35.37 শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। দেশে রমজানের খাদ্য সহায়তার জন্য পদদলিত হয়ে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। চেইন স্টোর অ্যাসোসিয়েশন পাকিস্তানের (সিএপি) চেয়ারম্যান এবং রয়্যাল ট্যাগের সিইও তারিক মেহবুব বলেন "মহিলাদের পোশাক ব্যতীত সমস্ত বিভাগে বিক্রয় ২০শতাংশ হ্রাস পেয়েছে।"
Post a Comment