কোষ্ঠীতে পঞ্চমহাপুরুষ যোগে উপচে পড়বে ধন-সম্পদ! কার কপালে এই বিরল সৌভাগ্য?

 


ODD বাংলা ডেস্ক: জ্যোতিষ গণনা অনুসারে কোষ্ঠীতে পঞ্চমহাপুরুষ যোগ থাকা অত্যন্ত শুভ। জন্মছকে এই যোগ শক্তিশালী প্রচুর ধন সম্পদ উপার্জন করতে পারেন জাতক, সব বিষয়ে ভাগ্যের পূর্ণ সমর্থন পান তিনি। যে ব্যক্তির জন্মছকে পঞ্চমহাপুরুষ যোগ গঠিত হয়েছে, তাঁকে কোনও বিষয়েও বেশি ভয় পেতে হয় না। তাঁর সামনে বাধা আসলেও সেই বাধা সহজেই অতিক্রম করতে পারেন তিনি। কোষ্ঠীতে পাঁচ ধরনের শুভ যোগ একসঙ্গে গঠিত হলে তাকে বলে পঞ্চমহাপুরুষ যোগ।


দেখে নিন কোন পাঁচটি শুভ যোগ একসঙ্গে গঠিত হয়ে পঞ্চমহাপুরুষ যোগ সৃষ্টি করে?


মহাভাগ্য যোগ


পুরুষ ও নারীর জন্মছকে মহাভাগ্য যোগ আলাদা আলাদা প্রভাব বিস্তার করে। জন্মের সময় তাঁর রাশিতে সূর্য ও চন্দ্র একসঙ্গে অবস্থান করলে জন্মছকে মহাভাগ্য যোগ গঠিত হয়। জন্মছকে মহাভাগ্য যোগ থাকলে একজন পুরুষ সব কাজে ভাগ্যের সমর্থন পান। আর একজন নারী মহাভাগ্য যোগের প্রভাবে সুখ সৌভাগ্যে জীবন কাটান।


সুনফা যোগ


সূর্য ছাড়া অন্য কোনও গ্রহ চাঁদের থেকে দ্বিতীয় ঘরে অবস্থান করলে কোষ্ঠীতে সুনফা যোগ গঠন হয়। এই যোগের প্রভাবে জাতক রাজার হালে দিন কাটান। কঠোর পরিশ্রম করে প্রচুর অর্থ উপার্জন করেন তিনি। নিজের বুদ্ধি ও জ্ঞানের জোরে সমাজে শ্রদ্ধা ও খ্যাতি লাভ করেন। ধনী ও বিখ্যাত হন এই জাতকরা।


আনফা যোগ


সূর্য ছাড়া চাঁদের থেকে দ্বাদশ ঘরে কোনও গ্রহ অবস্থান করলে অনফা যোগ তৈরি হয়। কোষ্ঠীতে আনফা যোগ থাকলে জাতক রাজা হতে পারেন। তিনি জীবনে সুখী, বিখ্যাত, নানা গুণের অধিকারী ও আকর্ষণীয় ব্যক্তিত্বশালী হন। কোনও অসুখ বিসুখ এঁদের কাবু করতে পারে না।


দুর্ধরা যোগ


জন্মছকে চাঁদের দুই দিকে গ্রহ থাকলে তাকে দুর্ধরা যোগ বলে। কারোর কোষ্ঠীতে একসঙ্গে আনফা ও সুনফা যোগ থাকলে তাকে দুর্ধরা যোগ বলে। এমন জাতকের জীবনে সুখ ও স্বাচ্ছন্দের অভাব হয় না। এরা ধনী হন এবং অন্যকে দান করে থাকেন।


গজকেশরী যোগ


জন্মছকের মধ্যস্থানে বৃহস্পতি শক্তিশালী ও শুভ অবস্থানে থাকলে কোষ্ঠীতে গজকেশরী যোগ সৃষ্টি হয়। গজকেশরী যোগ নিয়ে জন্মানো ব্যক্তি জীবনে প্রচুর সাফল্য লাভ করে থাকেন। এঁরা বিখ্যাত ও ধনী হন। এছাড়া বুদ্ধিমান ও প্রশাসকের কাছের ব্যক্তি হন এমন জাতক।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.