চিনে নিন: এটিই বিশ্বের সবচেয়ে বিষধর মাকড়সা

 


ODD বাংলা ডেস্ক: মাকড়সা খুব বেশি বিষধর নয়, এমনটাই ধারণা বেশিরভাগ মানুষের। কিন্তু এই ধারণা অনায়াসে ভুল প্রমাণ হয়ে যাবে অস্ট্রেলিয়ার রেডব্যাক স্পাইডারের ক্ষেত্রে। এই মাকড়সার কামড়ে একজন পূর্ণবয়ষ্ক মানুষের মৃত্যু অনিবার্য। 

এবার জেনে নেওয়া যাক ভয়ঙ্কর বিষাক্ত এই মাকড়সার সম্পর্কে কিছু জরুরি তথ্য।


অস্ট্রেলিয়ার রেডব্যাক স্পাইডার বিশ্বের সবচেয়ে বিষধর কীটদের মধ্যে অন্যতম। বিষধর মাকড়সার প্রজাতির মধ্যেও এর স্থান একেবারে উপরের দিকে।


বিষধর প্রজাতির মাকড়সাদের মধ্যে আকৃতির বিচারে রেডব্যাক স্পাইডারের স্থান সবচেয়ে শেষে। বিষাক্ত এই মাকড়সাটি লম্বায় মাত্র ০.৪ ইঞ্চি।


প্রতিবার প্রায় ২৫০টি করে বছরে অন্তত ২-৩ বার ডিম পাড়ে এই রেডব্যাক স্পাইডার। এই মাকড়সাটির প্রথম সন্ধান মেলে ১৮৭০ সালে। বর্তমানে অস্ট্রেলিয়া ছাড়াও নিউজিল্যান্ড, বেলজিয়ামেও এর দেখা মেলে।


গবেষকদের মতে, একজন পূর্ণবয়ষ্ক মানুষকে ধরাশায়ী করার পক্ষে এই মাকড়সার বিষের ১৪ হাজার ভাগের মাত্র এক ভাগই যথেষ্ট!


রেডব্যাক স্পাইডারের বিষের অ্যান্টি ভেনম ১৯৫৬ সালেই আবিষ্কৃত হয়েছে। এর পর থেকে এই মাকড়সার কামড়ে গুরুতর অসুস্থ হলেও মানুষের মৃত্যু খবর তেমন আর পাওয়া যায়নি।


রেডব্যাক স্পাইডারের কামড়ে একজন পূর্ণবয়ষ্ক মানুষ প্রতিষেধক দেওয়ার পরও প্রায় ২৪ ঘণ্টা আচ্ছন্ন অবস্থায় থাকেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.