সুখোই নিয়ে এবার আকাশে উড়বেন রাষ্ট্রপতি মুর্মু
ODD বাংলা ডেস্ক: যুদ্ধবিমানের ককপিটে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু! তিন সেনার প্রধানকে নিয়ে মাঝ আকাশে কসরৎ দেখাবে ফাইটার জেট! যা ঘিরে উত্তর-পূর্বের বায়ু সেনা ঘাঁটিতে চড়ছে উত্তেজনার পারদ।বৃহস্পতিবার তিনদিনের সফরে অসম যাচ্ছেন রাষ্ট্রপতি মুর্মু। রাষ্ট্রপতি ভবন সূত্রে খবর, আগামীকাল অর্থাৎ ৭ এপ্রিল কাজিরাঙা জাতীয় উদ্যানে 'গজ উৎসব'-র উদ্বোধন করবেন তিনি।এর পর গুয়াহাটি থেকে কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ অভিযানের সূচনা করবেন রাষ্ট্রপতি। এর পাশাপাশি গুয়াহাটি হাই কোর্টের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে একটি অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি।অসম সফরের শেষ দিনে অর্থাৎ ৮ এপ্রিল তেজপুর বায়ুসেনা ঘাঁটিতে যাবেন রাষ্ট্রপতি। সেখানেই যুদ্ধবিমানের ককপিটে উঠবেন তিনি। সূত্রের খবর, রাষ্ট্রপতিকে নিয়ে আকাশে উড়বে Sukhoi 30 MKI ফাইটার জেট।
Post a Comment