বিয়ে করতেও রাজি ছিলেন না নিককে, ৩০ বছর বয়সেই ডিম্বাণু সংরক্ষণ করে রেখেছিলেন প্রিয়ঙ্কা, কেন জানেন?
ODD বাংলা ডেস্ক: প্রিয়ঙ্কা চোপড়া মানেই দর্শকদের মধ্যে থাকে টানটান উত্তেজনা। সারোগেসির মাধ্যমে কন্যাসন্তানের মা হয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া। জন্মের সময়ের প্রায় ৩ মাস আগে কন্যা সন্তানের জন্ম হয়েছে প্রিয়ঙ্কা চোপড়ার।
২০২২ সালের শুরুতেই সারোগেসির মাধ্যমে কন্যাসন্তানের মা হয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া। তারপর থেকে কম কটাক্ষের মুখে পড়তে হয়নি প্রিয়ঙ্কাকে। কেরিয়ার,শরীর নষ্টের ভয়ে নাকি নিজের গর্ভে সন্তান ধারণ করেননি প্রিয়ঙ্কা,শুনতে হয়েছিল এমন কথাও।
২০২২ সালের শুরুতেই সারোগেসির মাধ্যমে কন্যাসন্তানের মা হয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া। তারপর থেকে কম কটাক্ষের মুখে পড়তে হয়নি প্রিয়ঙ্কাকে। কেরিয়ার,শরীর নষ্টের ভয়ে নাকি নিজের গর্ভে সন্তান ধারণ করেননি প্রিয়ঙ্কা,শুনতে হয়েছিল এমন কথাও।
প্রিয়ঙ্কা জানান, বিয়ের অনেক আগে থেকেই সন্তান জন্মের প্রক্রিয়া শুরু করে দিয়েছিলেন প্রিয়ঙ্কা চোপড়া। মাত্র ৩০ বছর বয়স থেকেই ডিম্বাণু সংরক্ষণ করে রেখেছিলেন প্রিয়ঙ্কা চোপড়া। পাশাপাশি এও জানান,নিককেও বিয়ে করতে রাজি ছিলেন না দেশি গার্ল।
প্রিয়ঙ্কা বলেন, আমি বাচ্চাদের ভালবাসি। সবসময়েই বাচ্চা নিতে চেয়েছিলাম। তাই ৩০ বছর বয়সে পা দিতেই আমি ডিম্বাণু সংরক্ষণ করতে শুরু করেছিলাম। মা মধু চোপড়ার নিজেই একজন স্ত্রী রোগ বিশেষজ্ঞ, মায়ের পরামর্শেই এই পদক্ষেপ নিয়েছিলেন অভিনেত্রী।
প্রিয়ঙ্কার মতে, আমি বরাবরই উচ্চাকাঙ্খী, কেরিয়ারেও অনেক বেশি সফল হতে চেয়েছিলাম কিন্তু সেই সময় এমন কাউকে পাইনি যে বাচ্চা নেওয়ার কথা ভাবব তাই মায়ের কথা মেনেই ডিম্বাণু সংরক্ষণ করতে করে রেখেছিলাম।
দেশি গার্ল এও জানান, সন্তান ধারণের কথা ভেবেই নাকি নিক জোনাসকে বিয়ে করতে চাননি তিনি। কারণ নিক ২৫, প্রিয়ঙ্কা ৩৫ পেরিয়ে গেছে, দুজনের বয়সের ফারাকও বিস্তর ছিল। সম্পর্কে জড়ানোর কয়েকমাসের মধ্যেই বিয়ে করেন নিক ও প্রিয়ঙ্কা।
প্রিয়ঙ্কার কথায়, মাত্র ২৫ বছর বয়সে সন্তান নেওয়ার কথা নিক ভাববে কিনা, তা নিয়ে ধন্দে পড়ে গিয়েছিলাম। তবে সব বাধা পেরিয়ে সারোগেসির মাধ্যমে মা হয়েছে প্রিয়ঙ্কা চোপড়া। আপাতত মেয়েও স্বামীকে নিয়ে সুখের সংসার করছেন প্রিয়ঙ্কা চোপড়া।
জন্মের পর প্রায় ১০০ দিন পর্যন্ত প্রিয়ঙ্কার একরত্তিকে হাসপাতালেই রাখা হয়েছিল। জন্মের ১২ সপ্তাহ আগেই মেয়ের জন্ম দিয়েছিলেন প্রিয়ঙ্কা। বছর ৪০ এর কোঠায় হলেও বয়স যে নিছকই একটা সংখ্যামাত্র, তা চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিলেন বলিউডের দেশি গার্ল প্রিয়ঙ্কা চোপড়া ।
Post a Comment