স্বস্তি পাবে রাজ্যবাসী? ৪৮ ঘণ্টার মধ্যেই জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস
ODD বাংলা ডেস্ক: তীব্র গরমে সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত। তাপমাত্রা ক্রমশই ঊর্ধ্বমুখী। তাপপ্রবাহের জেরে গলদঘর্ম অবস্থা রাজ্যবাসীর। এই অবস্থায় সকলেরই প্রশ্ন, হাসফাঁস গরম থেকে মুক্তি কবে? অবশেষে রাজ্যবাসীকে সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার থেকে বদলাবে আবহাওয়া। শনিবার থেকে নামবে স্বস্তির বৃষ্টি। একাধিক জেলায় ফিরবে স্বস্তি।হাওয়া অফিস জানাচ্ছে, শনিবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় একাধিক জেলায় শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবারই আবহাওয়ার বদল হতে পারে উপকূলের জেলাগুলিতে। আংশিক মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে।যদিও বৃহস্পতিবার পর্যন্ত যদিও তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম,ঝাড়গ্রাম এবং মুর্শিদাবাদে। তাপপ্রবাহ চলবে কলকাতা এবং আশপাশের অঞ্চলেও।
Post a Comment