রামলালার জলাভিষেক হবে পাকিস্তানের নদীর জলে, জানেন কীভাবে
ODD বাংলা ডেস্ক:বহু প্রতিক্ষার অবসান। চলতি মাসেই হতে চলেছে রামলালার জলাভিষেক। আর সেখানে ব্যবহার করা হবে পাকিস্তানের নদীর জল। দ্রুত গতিতে নির্মাণকাজ চলার মাঝেই জানাল অযোধ্যার রাম মন্দির কর্তৃপক্ষ।শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের সাধারণ সম্পাদক চম্পত রাই জানিয়েছেন, "২৩ এপ্রিল অযোধ্যায় রামলালার জলাভিষেক করবেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।"মন্দির কর্তৃপক্ষের দাবি, জলাভিষেকের জন্য বিশ্বের মোট ১৫৫টি নদীর জল আনা হচ্ছে। এর মধ্যেই থাকছে পাকিস্তানের রাভি নদীর জলও।মন্দির কর্তৃপক্ষ আরও জানিয়েছে, দিল্লির রামভক্ত বিজয় জলির নেতৃত্বে একটি দল এই জল সংগ্রহের কাজ করে যাচ্ছেন। ২৩ এপ্রিল ওই জল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হাতে তুলে দেওয়া হবে।
Post a Comment