অমিত শাহের সামনে রবীন্দ্রনৃত্য ঋতুপর্ণার! শুরু রাজনৈতিক জল্পনা

ODD বাংলা ডেস্ক: এই বছর রবীন্দ্রজয়ন্তীতে বাংলাতেই থাকছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সায়েন্স সিটি-তে ২৫ বৈশাখ একটি অনুষ্ঠানেও দর্শক আসনে দেখা যাবে শাহকে। তাৎপর্যপূর্ণভাবে এই অনুষ্ঠানেই রবীন্দ্রনৃত্য পরিবেশন করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত। পাশাপাশি বক্তব্য রাখবেন অমিত শাহ। শুধু তাই নয়, তাঁর বক্তব্যের আগে দু'চার কথা বলবেন শুভেন্দু অধিকারীও।জানা গিয়েছে, 'খোলা হাওয়া' নামক একটি সংগঠন এই অনুষ্ঠানটির আয়োজন করেছে। অনুষ্ঠানটির নাম দেওয়া হয়েছে 'আমাদের রবীন্দ্রনাথ'। অমিত শাহের উপস্থিতিতে টলিউডের অন্যতম জনপ্রিয় মুখ ঋতুপর্ণা সেনগুপ্তর অনুষ্ঠানে অংশ নেওয়ার ঘটনায় রীতিমতো শোরগোল রাজনৈতিক মহলে।এই বিষয়ে ঋতুপর্ণা সেনগুপ্তের টিমের তরফে নির্মল চক্রবর্তী বলেন, “এই অনুষ্ঠানটি BJP-র নয়। খোলা হাওয়া নামক একটি সংগঠন এর আয়োজক। BJP-র তরফেই টুইট করে জানানো হয়েছে যে অনুষ্ঠানটি রাজনৈতিক কোনও দলের নয়। ঋতুপর্ণা খোলা হাওয়ার আয়োজিত শোয়ে অংশগ্রহণ করছেন। কোনও রাজনৈতিক দলের অনুষ্ঠানে নয়। সেখানে কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত থাকছেন।” 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.