নিয়ম মেনে বাড়ির বাইরে লাগান নেমপ্লেট, জীবন হবে সুখী-সমৃদ্ধ



 ODD বাংলা ডেস্ক: বাড়ির বাইরে নেমপ্লেট লাগানোর ক্ষেত্রেও বেশ কিছু নিয়ম মেনে চলতে বলা হয়। আমরা প্রত্যেকেই বাড়ির বাইরে নেমপ্লেট লাগাই। তবে এটি যে বাস্তু শাস্ত্রের নিয়ম মেনে লাগানো উচিত, তা অনেকে জানেন না। এই নেমপ্লেটই আপনার প্রথম ইমপ্রেশান। যা আপনার ব্যক্তিত্বের প্রকাশ ঘটায়। তাই বাস্তু মেনে নেমপ্লেট লাগালে সুফল লাভ করতে পারেন। এ সম্পর্কে কী বলছে বাস্তু শাস্ত্র জেনে নিন--


দিক


বাড়ির প্রবেশদ্বারের ডান দিকে সবসময় নেমপ্লেট লাগানো উচিত। এতে দুলাইনে স্পষ্ট অক্ষরে নাম লেখার পরামর্শ দেয় বাস্তু শাস্ত্র।


উচ্চতা


অনেকে বেশি উঁচুতে নেমপ্লেট লাগিয়ে থাকেন। তবে বাস্তু শাস্ত্র মতে দরজার অর্ধেক অংশের উচ্চতায় নেমপ্লেট লাগানো উচিত।


মজবুত



সহজে ভেঙে যেতে পারে, এমন নেমপ্লেট লাগাবেন না। মজবুত নেমপ্লেট বেছে নিন। বাস্তু মতে নেমপ্লেট ঝুলে থাকাও অশুভ শক্তির বৃদ্ধিতে সহায়ক।


স্টাইলিশ


বাস্তু অনুযায়ী দানাযুক্ত বা ছিদ্রযুক্ত নেমপ্লেট নির্বাচন করবেন না। এর পরিবর্তে এমন কোনও নেমপ্লেট বেছে নিন যা স্টাইলিশ হয়। আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে পারে এমন নেমপ্লেট বাছাই করা শ্রেয়। লক্ষ্য রাখবেন নেমপ্লেট যাতে ভাঙা না-থাকে।


আকার


নেমপ্লেট তৈরির সময় দরজার সাইজ ও ডিজাইন মাথায় রাখুন। যেমন আয়তাকার, ডিম্বাকার ইত্যাদি আকারের দরজা থাকলে নেমপ্লেটও এমনই নির্বাচন করবেন। দূর থেকে তাতে নিজের নাম পড়া যায়, সেই অনুযায়ী নেমপ্লেট কিনবেন।


কাঠ ও ধাতু


বাস্তু অনুযায়ী ভালো ধাতু, পিতল, কাঠ বা তামার নেমপ্লেট ব্যবহার করতে পারেন। এ ছাড়াও মার্বল বা শক্ত গ্লাসের ওপর নাম লিখিয়ে বাড়ির বাইরে লাগাতে পারেন। বাড়ির বাইরে প্লাস্টিকের নেমপ্লেট ব্যবহার করবেন না। কারণ এর ফলে নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায়।


অক্ষর


লক্ষ্য রাখবেন, নেমপ্লেটে যে নাম লিখছেন, তার অক্ষর যাতে খুব বেশি ভারিক্কি বা হাল্কা না-হয়। নাম ছোট হলে ফন্ট সাইজ বড় করে নিন।


রঙ


নেমপ্লেটের জন্য সঠিক রঙ নির্বাচন করাও জরুরি। বাড়ির দিক অনুযায়ী রঙ নির্বাচন করা উচিত। উত্তরমুখী বাড়ি হলে লাল ও নীল রঙের নেমপ্লেট ব্যবহার করা উচিত নয়। বরং হাল্কা হলুদ ও সবুজ রঙের নেমপ্লেট ব্যবহার করতে পারেন।


কোথায় লাগাবেন


প্রবেশদ্বারের মাঝখানে নেমপ্লেট লাগানো যায়। তবে দেওয়ালে স্থান থাকলে সেখানেও এটি লাগাতে পারেন। নেমপ্লেট ও প্রবেশদ্বারে যাতে আলো পড়ে সেদিকে লক্ষ্য রাখবেন। বাস্তু অনুযায়ী প্রবেশদ্বার ও নেমপ্লেট অন্ধকার স্থানে থাকা শুভ নয়। প্রয়োজনে নেমপ্লেটের ওপর ছোট বাল্ব লাগান।


পরিষ্কার-পরিচ্ছন্নতা


বাস্তু শাস্ত্রে পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর বিশেষ জোর দেওয়া হয়। নেমপ্লেট পরিষ্কার রাখা জরুরি। এতে যাতে মাকড়সা, টিকটিকি বা পাখি না-বসে সে দিকে লক্ষ্য রাখবেন।


গণেশ ও স্বস্তিক


নেমপ্লেটের বাঁ দিকে গণেশের আকৃতি বা এর ওপর স্বস্তিক চিহ্ন বানাতে পারেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.