ছবির সেটে অভিনেত্রীদের দিয়ে জোর করে কী করান সলমান খান! গোটা ঘটনা নিজের মুখে স্বীকার করলেন শ্বেতা তিওয়ারি
ODD বাংলা ডেস্ক: ২১ এপ্রিল মুক্তি পাবে ‘কিসি কা ভাই কিসি কি জান’। ঈদে ধামাকা নিয়ে আসছেন ভাইজান সলমান খান। এই ছবি মুক্তির প্রচারেই এখন ব্যস্ত বলিউডের ভাইজান।
২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ভীরাম-র কাহিনি নিয়ে তৈরি এই ছবি। পরিচালনার দায়িত্বে ফারহাদ শামদি। চিত্রনাট্য লিখেছেন সাজিন নাদিয়াদওয়ালা।
কিসি কা ভাই কিসি কি জান ছবির ট্রেলার এসেছে। এই ট্রেলার বেশ পছন্দ করেছেন দর্শকরা। ছবিতে সলমান খানের পাশাপাশি পলক তিওয়ারি, শাহনাজ গিল, রাঘব জুয়ালকে দর্শকদের মন মাতাবেন।
শ্বেতা তিওয়ারির মেয়ে পলক তার এই ছবিতে ডেবিউ করার আগেই আলোচনায় রয়েছেন। সলমান খানের ছবি কিসি কা ভাই কিসি কি জান দিয়ে তার অভিনয়ে ডেবিউ হচ্ছে।
মহেশ মঞ্জরেকরের শেষ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন পলক। ছবিতে সলমান খানও ছিলেন। এবার সলমানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করলেন পলক।
পলকের অভিজ্ঞতা শুনে সবাই বেশ অবাক। সলমন খান নাকি সেটে সব মেয়েদের জন্য এই নিয়ম জারি করেছিলেন। আর তা নাকি মানতেই হবে প্রত্যেককে!
শ্বেতার মেয়ে জানিয়েছেন, সলমান খানের এহেন নিয়ম তাঁকেও মানতে হয়েছিল। এই কাজটি সেটের সব মেয়েরা করতে বাধ্য হয়েছিলেন শুধুমাত্র সলমান খানের নির্দেশে।
সিদ্ধার্থ কান্নানের শোতে, পলক নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করে নেন। তিনি নিজেই বলেন ফিনালে সেটে মেয়েদের জন্য একটি ড্রেস কোড ছিল। পলক বলেন, আমি যখন সলমান স্যারের সঙ্গে সহকারী পরিচালক ছিলাম, তখন তাঁকেও মানতে হয়েছিল সলমানের দাবি।
সিদ্ধার্থ কান্নানের শোতে, পলক প্রকাশ করেছিলেন যে ফিনালে সেটে মেয়েদের জন্য একটি ড্রেস কোড ছিল। পলক বলেন, আমি যখন সলমান স্যারের সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ করি, এই ঘটনা সামনে আসে।
পলক বলেন সেটে মেয়েদের পোশাক পরার নির্দেশিকা তৈরি করেছিলেন সলমান। তাদের ডিপ নেকলাইন পরতে দেওয়া হয়নি। পরিষ্কার জানানো হয়েছিল এরকম শরীর প্রদর্শন করা পোশাক কখনই সেটে পরা যাবে না। সব মেয়েকে ভালো মেয়েদের মতো শরীর ঢেকে রাখতে হবে।
Post a Comment