সৌন্দর্যের সঙ্গে সৌভাগ্যও আনে! চুলে গোঁজা ফুল বদলে দিতে পারে ভাগ্য
ODD বাংলা ডেস্ক: খোঁপায় ফুল গোঁজা ভারতীয় মহিলাদের সাজের অন্যতম অঙ্গ। বাঙালির মহিলারা বেশিরভাগই বিয়েবাড়ি বা অন্য কোনও বিশেষ উত্সবে চুলে ফুল লাগিয়ে থাকেন। গরমকালের সন্ধেয় খোঁপায় এক ছড়া বেলফুলের মালা তো সাজে একটা আলাদা মাত্রা এনে দেয়। চুলে ফুল গোঁজার রীতি মহিলাদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। প্রতি দিন সকালে স্নান সেরে মহিলাদের চুলে অবশ্যই ফুল লাগিয়ে নেন। ফুলের সাজে যেমন সৌন্দর্য বাড়ে, তেমনই জ্যোতিষ অনুসারে চুলে ফুল গোঁজা অত্যন্ত শুভ।
স্নান সেরেই সিঁথিতে সিঁদুর লাগান? বাস্তু বলছে নিজের মারাত্মক ক্ষতি করছেন আপনি
প্রাচীনকালে ফুলের নানা গয়না পরে সাজগোজ করার রীতি ছিল। ফুলের মালা, ফুলের দুল, ফুল দিয়ে তৈরি হাতের বালা, টিকলি সবই পরতেন মহিলারা। বিয়ের ফুলশয্যার অনুষ্ঠানেও ফুলের গয়না পরার রীতি আছে। ফুল আসলে অত্যন্ত শুভ। ফুল শুধু নিজের সুন্দর, তাই না। নিজের চারপাশটা সৌন্দর্যে ভরিয়ে রাখার ক্ষমতা আছে ফুলের মধ্যে। সেই কারণে ফুলের গয়না মহিলাদের রূপ আরও বৃদ্ধি করে। এই জন্যই বিয়ের পর নতুন জীবন শুরুর আগে ফুলের গয়না পরিয়ে কনেকে সাজানো হয়। ফুল আশপাশকে সুগন্ধে মাতিয়ে তোলে। সেই কারণে ফুল হল শুভ শক্তির প্রতীক।
মনে করা হয়, মহিলারা চুলে ফুল গুঁজলে তাঁদের গোটা পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে। নেগেটিভ এনার্জিকে দূরে সরিয়ে রাখে ফুল। মহিলারা চুলে ফুল লাগালে সেই পরিবারে মা লক্ষ্মীর আগমন ঘটে বলে প্রচলিত বিশ্বাস বিভিন্ন ফুলের বিভিন্ন উপকারিতা আছে। জেনে নিন চুলে কোন ফুল লাগালে কী উপকার পাবেন।
জুঁই
জুঁই ফুলের সুগন্ধ চারপাশ মাতিয়ে তোলে। একে ঈশ্বরের সবচেয়ে প্রিয় ফুল বলে মনে করা হয়। সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক হল জুঁই ফুল। মহিলারা বেশিরভাগ সময় জুঁই ফুল চুলে লাগিয়ে থাকেন।
গোলাপ
প্রেম ও আবেগের প্রতীক হল গোলাপ। চুলে গোলাপ ফুল লাগালে জীবনে প্রেমের জোয়ার আসে বলে মনে করা হয়।
চন্দ্রমল্লিকা
দারুণ সুন্দর এই ফুল সুখের প্রতীক। এই ফুল চুলে লাগালে সেই মহিলার পরিবারে সুখ ও শান্তি থাকে।
জবা
জবা ফুল মা কালীর অত্যন্ত প্রিয়। এই ফুল শক্তির প্রতীক। তাই চুলে জবা ফুল গুঁজলে আমাদের মানসিক দৃঢ়তা বৃদ্ধি পায়।
Post a Comment