গরমে এবার 'ছুটি' নয়, বিদেশি ধাঁচে থেকে এ রাজ্যেও চালু হতে চলেছে ‘সামার ক্য়াম্প’


ODD বাংলা ডেস্ক: গরমের জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে এগিয়ে আনা হয়েছে স্কুলে স্কুলে গরমের ছুটি। আগামী ২ মে থেকে ছুটি পড়ে যাবে যাবতীয় সরকারি স্কুলে। তবে পড়ুয়াদের ‘গরমের ছুটি’কে শুধুই ‘ছুটি’ হিসাবে রাখতে চাইছে না শিক্ষা দফতর। বিদেশের আদলেই পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের জন্য বাধ্যতামূলকভাবে চালু হতে চলেছে ‘সামার ক্যাম্প’। যা পড়ুয়াদের আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব, কর্মদক্ষতা ও জ্ঞান চর্চার সহায়ক হবে বলে মনে করছে তারা। বিদ্যালয় শিক্ষা দফতর গোটা প্রক্রিয়াটি নজরদারির জন্য ব্লক স্তর থেকে জেলা স্তরে নজরদারি কমিটি তৈরির নির্দেশ দিয়েছে। গ্রামীণ এলাকায় বিডিও-র নেতৃত্বে এই কমিটি গঠন করা হবে। কমিটিতে স্কুল ইনস্পেক্টর ছাড়াও স্থানীয় থানার ওসি, আইসি-রা থাকবেন। শহরের স্কুলের জন্য মহকুমাশাসকের নেতৃ্ত্বে কমিটিতে এসডিপও,জেলা সহকারী স্কুল ইনস্পেক্টররা থাকবেন। জেলাস্তরের কমিটিতে অতিরিক্তি জেলাশাসক(শিক্ষা), পুলিশ সুপারের প্রচতিনিধি, জেলা স্কুল ইনস্পেক্টর থাকবেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.