১ বছর পর বৃষে আসবে সূর্য, উজ্জ্বল হবে ৪ রাশির ভবিষ্যৎ, হাতে নতুন চাকরি!
ODD বাংলা ডেস্ক: জ্যোতিষ শাস্ত্রে সূর্যকে গ্রহের রাজা আখ্যা দেওয়া হয়। সূর্য প্রতিমাসে রাশি পরিবর্তন করে এবং একটি রাশিতে ৩০ দিন বিচরণ করে থাকে। তাই সেই রাশিতে পুনরায় ১ বছর পর সূর্যের গোচর হয়। বর্তমানে সূর্য মেষ রাশিতে বিরাজ করছে। ১৫ মে বৃষ রাশিতে প্রবেশ করবে এই গ্রহ। ১৫ জুন সন্ধ্যা ৬টা ২৫ মিনিট পর্যন্ত এই রাশিতে থাকবে সূর্য। ১ বছর পর বৃষ রাশিতে সূর্যের গোচর একাধিক রাশির জীবনকে প্রভাবিত করবে। এর ফলে কোনও কোনও রাশির সময় ভালো কাটবে। তবে চার রাশির জাতকরা সূর্যের গোচরের দ্বারা বিশেষ ভাবে প্রভাবিত হবে। তাঁদের উন্নতির প্রবল যোগ রয়েছে।
কর্কট রাশি
এই রাশির একাদশ স্থানে সূর্যের গোচর হবে। এ সময়ে কর্কট জাতকদের সমস্ত ইচ্ছা পূরণ হবে। দীর্ঘদিন ধরে কোনও কাজ আটকে থাকলে তা পুরো হতে পারে। পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হবে। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। এর ফলে আর্থিক পরিস্থিতি মজবুত হবে। দাম্পত্য জীবনে আনন্দ দেখা দিতে পারে। এ সময়ে স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়বে।
সিংহ রাশি
জ্যোতিষ গণনা অনুযায়ী এই রাশির দশম স্থানে সূর্য গোচর করছে। ১৫ মে থেকে এক মাসের সময়কাল সিংহ রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ। সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করবেন সিংহ জাতক-জাতিকারা। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা লাভ করবেন। কঠোর পরিশ্রম ও একাগ্রতার ফলে কাজে সাফল্য লাভ করবেন। সমাজে মান-সম্মান ও পদ-প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে।
কন্যা রাশি
১৫ মে থেকে কন্যা রাশির নবম স্থানে গোচর শুরু করবে সূর্য। এর প্রভাবে কন্যা জাতকরা আধ্যাত্মিকতার কাজকর্মে অগ্রণী ভূমিকা গ্রহণ করবেন। সমাজে আপনাদের মান-সম্মান বাড়বে। কর্মক্ষেত্রে আপনার কাজ প্রশংসিত হবে। অন্য দিকে এই রাশির যে জাতকরা নতুন চাকরির খোঁজ করছেন, তাঁরা এ সময়ে চাকরি পেতে পারেন। সূর্যের আশীর্বাদে এই রাশির জাতকরা উচ্চশিক্ষার সুযোগ লাভ করবেন।
মকর রাশি
জ্যোতিষ গণনা অনুযায়ী এই রাশির পঞ্চম স্থান সূর্যের গোচর হবে। এর ফলে মকর জাতকদের আর্থিক পরিস্থিতি মজবুত হবে। এর পাশাপাশি আধ্যাত্মিকতায় রুচি বাড়বে মকর রাশির জাতকদের। নতুন চাকরির খোঁজে রয়েছেন যে জাতকরা তাঁরাও এ সময়ে সাফল্য লাভ করতে পারেন। স্বাস্থ্যের কারণে চিন্তিত থাকবেন। ব্যবসায়ে প্রচুর মুনাফা অর্জন করতে পারবেন এই রাশির জাতকরা। প্রেম জীবনের জন্য সময় ভালো। সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাবেন।
সূর্যকে খুশি করার উপায়
জ্যোতিষ অনুযায়ী সূর্যের শুভ প্রভাবে বৃদ্ধির জন্য কিছু উপায় করা যেতে পারে। কোন উপায় করলে সূর্য খুশি হবে এবং সর্বাধিক ফলাফল প্রদান করবে, জেনে নিন।
১. সূর্যকে মজবুত করার জন্য প্রতি রবিবার জলের অর্ঘ্য দিলে আর্থিক অবস্থা আরও উন্নত করা যাবে।
২. রবিবার জলের মধ্যে গুড় মিশিয়ে সূর্যকে নিবেদন করলে গ্রহরাজের শুভ প্রভাবে বৃদ্ধি হবে।
৩. রবিবার আদিত্যহৃদয় স্তোত্র পাঠ করা শুভ।
Post a Comment