একধাক্কায় অনেকটাই কমল গরম, তবে কি সোমেও বৃষ্টিপাতের পূর্বাভাস?
ODD বাংলা ডেস্ক: এক ধাক্কায় অনেকটাই নামল তাপমাত্রার পারদ। রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝোড়ো হাওয়ার সঙ্গে সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি এবং সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। আগামী কয়েকদিন নতুন করে তাপপ্রবাহের আশঙ্কা নেই বঙ্গে। ফলে জ্বালাপোড়া গরম থেকে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে রাজ্যবাসী।আলিপুরের পূর্বাভাস বলছে, সোমবার ভিজতে পারে মহানগর।অন্যদিকে, মৌসম ভবন জানিয়েছে, আগামী তিনদিন পূর্ব এবং পশ্চিম ভারতে দিনের তাপমাত্রার খুব একটা হেরফের না হলেও নতুন করে আর তাপপ্রবাহের কোনও আশঙ্কা নেই। আপেক্ষিক আর্দ্রতার কারণে কেরালা, তামিলনাড়ুতে অস্বস্তি বজায় রয়েছে। আগামী চার দিন পূর্ব ভারতের বেশির ভাগ রাজ্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। ভারী বৃষ্টি হবে ওডিশায়। বিহারে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Post a Comment