স্বস্তির বৃষ্টি শেষে ভ্যাপসা গরম, ফের তাপপ্রবাহ বঙ্গে?

ODD বাংলা ডেস্ক: স্বস্তির দিন শেষ। দু'দিনের মনোরম আবহাওয়া শেষে ফের একবার অস্বস্তিকর গরম। কলকাতায় বাড়বে তাপমাত্রা। গলদঘর্ম পরিস্থিতি তৈরি হবে জেলায় জেলায়। সামগ্রিকভাবে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই ফের একবার গরম বাড়তে চলেছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যদিও আপাতত তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার আর কোনও সম্ভাবনা নেই বঙ্গে।হাওয়া অফিস জানাচ্ছে, আবারও দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়তে চলেছে। তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে দিনের বেলায়। আগামী পাঁচদিনের মধ্যেই আরামদায়ক আবহাওয়া চলে গিয়ে ফিরবে জ্বালাপোড়া গরম। বুধ এবং বৃহস্পতিবার স্থানীয় ভাবে মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বেশ কিছু জেলায়। কিন্তু, তা স্থায়ী হবে না বলেই জানাচ্ছে আলিপুর। তারপর আবার সেই ভ্যাপসা গরম ফিরবে। এদিকে উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা অর্থাৎ জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং দার্জিলিঙে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বাকি দুই দিনাজপুর এবং মালদায় বৃষ্টিপাতের সম্ভাবনা খুব কম।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.