চ্যাটজিপিটির কোর্স করিয়ে তিন মাসেই ৩৫ হাজার ডলার আয় তরুণের!



 ODD বাংলা ডেস্ক: চ্যাটজিপিটি ব্যবহারের কৌশল নিয়ে কোর্স করিয়ে প্রায় ৩৫ হাজার মার্কিন ডলার আয় করেছেন টেক্সাসের তরুণ ল্যান্স জাঙ্ক। ২৩ বছর বয়সী এ প্রশিক্ষক এডুকেশন প্ল্যাটফর্ম ইউডেমিতে অনলাইন কোর্সটি চালু করেছেন।      


'চ্যাটজিপিটি মাস্টারক্লাস' নামের কোর্সটির মাধ্যমে মাত্র তিন মাসে এই অর্থ আয় করেছেন তিনি। এখন পর্যন্ত প্রায় ১৫ হাজার মানুষ তার এই কোর্সে ভর্তি হয়েছেন।  


এ সম্পর্কে প্রশিক্ষক ল্যান্স বলেন, "গত বছরের নভেম্বরে চ্যাটজিপিটি উন্মুক্তের পর থেকেই আমি প্ল্যাটফর্মটি নিয়মিত ব্যবহার করতে থাকি এবং এর সক্ষমতা দেখে চমকে যাই। অনেকেই এআই চ্যাটবটটি ব্যবহার করতে ভয় পান। আমি এসব ব্যবহারকারীদের চ্যাটজিপিটি ব্যবহারের সহজ কৌশলগুলো শেখাতে চাই।"


ল্যান্স জাঙ্ক আরও জানান, তিনি প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা চ্যাটজিপিটি ব্যবহার করেন। এক্ষেত্রে প্ল্যাটফর্মটি ব্যবহার করে উপন্যাসের ভূমিকা বানানো থেকে শুরু করে যেকোনো পণ্যের সংক্ষিপ্ত বর্ণনা তৈরির মতো বিষয়গুলো চর্চা করেন। 


মোট ৭ ঘণ্টার কোর্সটিতে ল্যান্স প্রথমদিকে চ্যাটজিপিটির একদম প্রারম্ভিক বিষয়গুলো শিখিয়ে থাকেন। এরপর ধীরে ধীরে প্রোগ্রামার, শিক্ষার্থী কিংবা ব্যবসায়ী হিসেবে প্লাটফর্মটিকে কার্যকরী উপায়ে ব্যবহারের কৌশল সম্পর্কে ধারণা দেন তিনি। একইসাথে এআই ইমেজ জেনারেটর ডাল ই-২ ব্যবহারের ক্ষেত্রেও টিউটোরিয়াল প্রদান করেন তিনি।   


শিক্ষার্থী থেকে শুরু করে পেশাজীবী অনেকেই ল্যান্সের কাছে চ্যাটজিপিটির ব্যবহার শিখছেন। কোর্সটি অনলাইনে হওয়ায় শুধু যুক্তরাষ্ট্রই নয়, বরং কানাডা, জাপান ও ভারতের অনেকেই কোর্সটি করছেন। 


ল্যান্স মনে করেন, মার্কেটিং এ তার দক্ষতা ও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কৌশলের কারণে তার কোর্সের এত চাহিদা। এই প্রশিক্ষক আরও জানান, ইউডেমিতে চ্যাটজিপিটি সম্পর্কে সার্চ করা হলে তার কোর্সটিই সবার প্রথমে আসে।   


ব্যক্তি পর্যায় ছাড়াও বেশ কয়েকটি প্রতিষ্ঠানেও চ্যাটজিপিটির ব্যবহার নিয়ে প্রশিক্ষণ দিয়েছেন ল্যান্স। তিনি প্রযুক্তি কোম্পানি সেগ এক্সিকিউটিভ গ্রুপ ও নিউজ ওয়েবসাইট এইচপিসিওয়্যার এর কর্মীদের চ্যাটজিপিটির ব্যবহারের কৌশল শিখিয়েছেন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.