সমুদ্রে ভাসছিল সাড়ে ৪ হাজার কোটি টাকার কোকেন!



 ODD বাংলা ডেস্ক: ইতালির সিসিলি দ্বীপের পূর্ব উপকূলে ভাসমান অবস্থায় একটি বিশাল কোকেনের চালান পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। খবর সিএনএন-এর।

সোমবার ইতালির আর্থিক পুলিশ গুয়ার্দিয়া ডি ফিনানজা-র দেওয়া বিবৃতিতে বলা হয়, ভূমধ্যসাগর থেকে ভাসমান অবস্থায় কর্তৃপক্ষ প্রায় ২ টন কোকেন উদ্ধার করেছে। রোববার রুটিন সার্ভেইল্যান্স চালানোর সময় এ মাদক উদ্ধার করা হয়।

মাদকগুলো যত্ন নিয়ে ৭০টি ভাসমান প্যাকেটে মোড়ানো ছিল। প্যাকেটগুলোতে সিগন্যালিং লাইট ডিভাইস যুক্ত ছিল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত কোকেনের বাজারদর প্রায় ৪৪০ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ৪ হাজার কোটি টোকা)।

বিবৃতিতে বলা হয়, এত বিশাল পরিমাণ মাদকের চালান এর আগে খুব কমই পাওয়া গেছে। 

গুয়ার্দিয়া ডি ফিনানজা বলেছে, তাদের ধারণা, ভাসমান মাদকের প্যাকেটগুলো কোনো মালবাহী জাহাজ ফেলে গেছে। সেগুলোকে তীরের কাছাকাছি নিয়ে এসেছে চোরাচালানকারীরা।

আর্থিক পুলিশ জানিয়েছে, আরও ভাসমান প্যাকেট পাওয়া যায় কি না, তার খোঁজে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে তারা।

এর আগে গত ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডে সমুদ্রে ভাসমান অবস্থায় ৩ টনের বেশি কোকেন জব্দ করা হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.