প্রেমিকের সঙ্গে ডিনার ডেটে স্বস্তিকা, কী খাওয়ার আবদার করলেন?
ODD বাংলা ডেস্ক: স্বস্তিকা মুখোপাধ্যায় বরাবরই বঙ্গ ক্রাশ। অভিনেত্রীকে ঠিক যতটা পছন্দ করেন তার ভক্তরা, ততটাই সময় পেলে উঁকিঝুঁকি মারেন তার ব্যক্তিগত জীবনে। তাই তো জনপ্রিয় মেয়ে অন্বেষাও। এবার মা-মেয়ে মিলে গেলেন শহরের এক পাঁচতারা হোটেলে ডিনার ডেটে। সঙ্গে রয়েছেন অন্বেষার চর্চিত প্রেমিক শ্লোক চন্দন।
ছবিগুলি শেয়ার করে স্বস্তিকা ক্যাপশনে লিখলেন, ডেট নাইট বাচ্চাদের সঙ্গে। সঙ্গে শ্লোকের কাছে আবদার, আমার ডেজার্ট নাইট কিন্তু বাকি রয়ে গেছে। ভুলে যেও না। জলদি একটা প্ল্যান করে ফেলো।
স্বস্তিকার হবু জামাই এই ডেজার্ট খাওয়ার অবদারে সাড়া দিয়ে কমেন্ট করলেন, যে কোনো সময় বাডি’। প্রসঙ্গত, কলকাতার ছেলে শ্লোক। মেয়ের মতো, মেয়ের এই ভালোবাসার মানুষটির সঙ্গেও বন্ধুত্বের সম্পর্ক নায়িকার।
উচ্চশিক্ষার জন্য কলকাতার বাইরেই থাকেন অন্বেষা। তবে ছুটিতে বাড়ি এলেই জমে ওঠে মা-মেয়ের জুটিতে সময় কাটানো। স্বস্তিকা বরাবরই জানিয়ে এসেছেন মেয়ের সঙ্গে তার সম্পর্ক বন্ধুর মতো।
স্বস্তিকা এবং প্রমিত সেনের একমাত্র মেয়ে অন্বেষা। খুব ছোট বয়সেই বিয়ে করে নিয়েছিলেন। এরপর পথ আলাদা হলে মেয়েকে নিয়েই ঘর ছাড়েন অভিনেত্রী। মায়ের কাছেই মানুষ হয়েছে সে। আর তাই স্বস্তিকার মতোই খুব কম রাখঢাক করেন তিনি। প্রেম নিয়ে অকপট। সোশ্যাল মিডিয়ায় মাখোমাখো প্রেমের ছবি শেয়ার করতেও তাই খুব একটা দ্বিধা করেন না।
Post a Comment