বছরে গড়ে ৩০-৬৪ বার কাঁদেন নারী, পুরুষ ৬-১৭ বার!



 ODD বাংলা ডেস্ক: মেয়েরা কি পুরুষের চেয়ে বেশি ভালোবাসতে পারে? নাহ! এই তর্কে গিয়ে লাভ নেই। শুধু এইটুকু তথ্য জেনে নিন, ছেলেদের তুলনায় মেয়েদের হৃদস্পন্দনের গতিবেগ বেশি। 

পুরুষ-নারীর এমন অনেক অনেক বিষয় আছে জানার মতো। যা সম্পর্কে ধারণা রাখেন না অধিকাংশজন। চলুন, আজ এমন কিছু বিষয় জেনে নিই।


১ চুলের সৌন্দর্যের কথা বললে মেয়েদের কথাই মাথায় আসে। কিন্তু জানেন কী মেয়েদের চুলের তুলনায় ছেলেদের চুলের ব্যস অন্তত দুগুণ বেশি হয়।


২ অনেকেই তার নিজের শরীর সম্বন্ধে ধারণা রাখেন না। নিয়মিত ব্যায়াম করেও মেদ ঝরতেই পারেন না অনেক নারী? জানেন কী, পুরুষদের তুলনায় নারীর ফ্যাট বার্নিং রেট কম।


৩ আঘাত লাগলে ছেলেদের থেকে কেন বেশি যন্ত্রণা হয় মেয়েদের? কারণ মেয়েদের শরীরে অনেকে বেশি সংখ্যক স্নায়ুকোষ থাকে।


৪ লালচে কালো আর কালচে লালের মধ্যে সূক্ষ্ম পার্থক্যও এক নিমেষে ধরে ফেলতে পারে মেয়েরা। মেয়েদের এক্স ক্রোমজোমে থাকে ‘ক্রমাটিক সেনসিটিভিটি’। এ কারণে পুরুষের থেকে নারীর রঙ বোঝার ক্ষমতা থাকে বেশি।


৫ যেকোনো কিছুর গন্ধ বোঝার ক্ষমতা ছেলেদের তুলনায় মেয়েদের বেশি থাকে।


৬ সারা বছরে গড়ে ৩০-৬৪ বার কাঁদেন একজন নারী। ছেলেরা কাঁদেন ৬-১৭ বার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.