ছোটবেলায় মাতৃহারা ‘হারম্যান’ হয়েছিলেন শিশুপল্লীর বটবৃক্ষ
ODD বাংলা ডেস্ক: হারম্যান মেইনার খুব ছোটবেলায় মাতৃহারা হন। মায়ের মৃত্যুর পর হারম্যান মেইনারের ষোড়শী বড়বোন এলসা ছোট ভাই-বোনদের দেখাশোনার ভার নেন। হারম্যান মেইনার মানুষ হয়ে ওঠেন বড় বোনের ভালোবাসায়। তার পরিবারে বড়ো বোনের ভূমিকা ছিল অনেকটা আমাদের শিশুপল্লীর এসওএস (SOS)মায়ের মতন।
তখন সবেমাত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয়েছে। চারদিকে যুদ্ধ ফেরত যুবক ও শরণার্থী শিশুদের আহাজারি শোনা যাচ্ছিল। তাদের সাহায্য করতে হারম্যান মেইনারের মন কেঁদে ওঠে। মাত্র ৬০০ অস্ট্রিয়ান মুদ্রা নিয়ে ১৯৪৯ সালে তিনি প্রতিষ্ঠা করেন এসওএস-কিন্ডারডর্ফ।
সেই বছরই প্রথমবারের মত অস্ট্রিয়ায় উন্মোচিত হয় এসওএস শিশু পল্লীর ফলক।
হারম্যান মেইনার এসওএস শিশু পল্লীর পরিচালক থাকার সময়ই ইউরোপের বিভিন্ন দেশে এসওএস শিশু পল্লীর শাখা খুলতে শুরু করেন।
১৯৬৩ সালে কোরিয়ার যুদ্ধের পর প্রথমবারের মত ইউরোপের বাইরের দেশ হিসেবে কোরিয়ায় স্থাপিত হয় এসওএস শিশু পল্লীর শাখা। সঙ্গে সঙ্গে তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশে এসওএস এর কার্যক্রম পরিচালিত হতে থাকে। এশিয়া, লাটিন-আমেরিকা, আফ্রিকার বিভিন্ন দেশে স্থাপিত হয় এসওএস শিশু পল্লী।
বাংলাদেশে এসওএস তাদের কার্যক্রম শুরু করে ১৯৭২ সালে। শিশুপল্লী ছাড়াও এদেশে রয়েছে এসওএস হারম্যান মেইনার কলেজ।
Post a Comment