ছেলের ফ্যাশনে কিছু অনুষঙ্গ

 


ODD বাংলা ডেস্ক: কে বলছে ফ্যাশনেবল হওয়ার ক্ষেত্রে ছেলেদের সুযোগ কম? এমন ভুল ভাবনার কারণ নেই। ফ্যাশনের ক্ষেত্রে ছেলেরা যা পড়তে পারেন : 


সানগ্লাস 

সবার মুখে সব ধরনের সানগ্লাস মানায় না। মুখের আদল বুঝে সানগ্লাস কিনে নিতে হয়। ফ্যাশনে লেটেস্ট রাউন্ড সানগ্লাস সবসময় ব্যবহার করতে পারেন। বেড়াতে যাওয়ার সময় বিচ সানগ্লাস ব্যবহার করা যায়। 


ঘড়ি

আজকাল সময় দেখার জন্য ঘড়ি খুব একটা প্রয়োজন হয় না। তারপরও ঘড়ি পড়েন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আজকাল মিনিমালিস্ট ওয়াচ খুঁজে পাওয়া যাবে। এছাড়া আপনি চাইলে স্মার্ট ওয়াচ ব্যবহার করতেই পারেন।


ব্রেসলেট

মেয়েরা আংটি পরলেও ছেলেদের জন্য আছে ব্রেসলেট। কমন বিডেড ব্রেসলেট ভালো। এছাড়া সলিড মেটাল, চামড়ার ব্রেসলেটও পরতে পারেন। 


জুতা

ছেলেদের ফ্যাশনের জন্য সবচেয়ে আদর্শ হচ্ছে জুতা। বাজারে অনেক ধরনের জুতো পাওয়া যায় যা আপনার ব্যক্তিত্বকে আরও চৌকস করে তুলতে পারে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.