আগুন নেভাতে হেলিকপ্টারের ‘বাম্ভি বাকেট’ কতটা জল বহন করতে পারে?

 


ODD বাংলা ডেস্ক: বড় বড় অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নির্বাপণে ব্যবহার করা হয় হেলিকপ্টার। ঘটনাস্থলে জলভরা একটি পাত্র নিয়ে উড়তে দেখা যায় হেলিকপ্টারকে। আগুন নেভাতে সেই পাত্র থেকে জল ঢালা হয়। কখনো ভবনের ছাদ থেকে আটকে পড়াদের উদ্ধার করা হয় হেলিকপ্টারের মাধ্যমে। 

হেলিকপ্টার জলভরা যে পাত্রটি নিয়ে উড়তে দেখা যায় সেটির নাম ‘বাম্ভি বাকেট’। হেলিকপ্টার বালতি বা হেলিবাকেটও বলা হয় এটিকে। এই বিশেষায়িত বালতি তারের উপর ঝুলে থাকে, যা আকাশ থেকে অগ্নিনির্বাপণের জন্য জল সরবরাহ করতে পারে।


বাম্বি বাকেটের ধারণ ক্ষমতা ৩ হাজার ৭৮ লিটার। দেশ ও অপারেটর ভেদে এই জল ধারণক্ষমতা কম-বেশি হয়ে থাকে। এই পরিমাণ জল নিয়ে এসে আগুনের ওপর ফেলা হয়। যাতে করে আগুন নিয়ন্ত্রণে আসে। বিশ্বের ১১৫টি দেশের এক হাজারের বেশি হেলিকপ্টার অপারেটর এই বাকেট ব্যবহার করে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.