‘আমার সঙ্গে খেলুন, স্মার্টফোনের সঙ্গে নয়’
ODD বাংলা ডেস্ক: বর্তমান সময়ে আমরা স্মার্টফোন ছাড়া একটি মুহূর্তও কল্পনা করতে পারি না। বলতে গেলে স্মার্টফোন আমাদের জীবনের একটা অংশ হয়ে গেছে। অফিস, বাসা এমনকি কোথাও ঘুরতে গেলে আমরা স্মার্টফোন ছাড়া বেরই হতে পারি না।
অধিকাংশ মানুষই এখন স্মার্টফোন ব্যবহার করে থাকেন। ফলে অনেক সময় পরিচিতজনদের সঙ্গে কথা বলার সময়ও আমাদের হয় না। কথা দূরে থাক; একে অপরের দিকে ঠিক মতো তাকানোরও সময় হয় না। আমরা স্মার্টফোন নিয়েই বেশি ব্যস্ত থাকি।
সম্প্রতি পিতা-মাতার অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের বিরুদ্ধে অভিনব প্রতিবাদে জার্মানির হামবুর্গ শহরের রাস্তায় নামে শিশুরা।
২০১৮ সালের এ প্রতিবাদ সমাবেশে প্রায় ১৫০ জনের মতো শিশু হামবুর্গের রাস্তায় বিক্ষোভ-মিছিল করে।
প্রতিবাদকারী শিশুরা বলে, ‘আপনারা (পিতা-মাতা) শুধু স্মার্টফোনের দিকে তাকিয়ে থাকেন, তাই আমরা রাস্তায় নেমে স্লোগান দিচ্ছি, চিৎকার করছি।’
সেই সময়ে সাত বছরের শিশু এমিল, যে সেদিনের সেই প্রতিবাদ-মিছিলে নেতৃত্ব দেয়।
এমিল বলে, ‘আমি আশা করছি এ প্রতিবাদ মিছিলের পর লোকজন, বিশেষ করে আমাদের অভিভাবকেরা স্মার্টফোনে কম সময় দেবেন।’
বিশেষজ্ঞরা বলেন, যেসব পিতা-মাতার স্মার্টফোনে বেশি আসক্তি রয়েছে, এটি তাদের সন্তানদের আচরণগত সমস্যা সৃষ্টি করতে পারে। তাদের মাঝে অস্বাভাবিক আচরণ, হতাশা এবং অতিরিক্ত কান্নাকাটির প্রবণতাও তৈরি হতে পারে।
অভিভাবকদের উদ্দেশে প্রতিবাদী শিশুদের বার্তা, ‘আমার সঙ্গে খেলুন, আপনার স্মার্টফোনের সঙ্গে নয়।
Post a Comment