টুইটারের লোগো পরিবর্তন! নীল পাখির পরিবর্তে হঠাৎ ডোজকয়েনের লোগো

 


ODD বাংলা ডেস্ক: জনপ্রিয় মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে নীল রঙের পাখির লোগোর পরিবর্তে হঠাৎ করে বাদামী রঙের কুকুরের ছবি দেখা যাচ্ছে! (সোমবার) পরিবর্তন করা এ লোগোটি দেখতে অনেকটা ক্রিপ্টোকারেন্সি ফার্ম ডোজকয়েনের লোগোর মতো। 


প্ল্যাটফর্মটির সিইও ইলন মাস্কের পক্ষ থেকে অবশ্য এ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে গার্ডিয়ানের রিপোর্ট অনুযায়ী, ব্যবহারকারীরা এই পরিবর্তনকে এপ্রিল ফুল উপলক্ষে টুইটারের ঠাট্টা হিসেবে অনুমান করছেন। যদিও প্ল্যাটফর্মটিতে পহেলা এপ্রিলে এই পরিবর্তন আনা হয়নি।    


ডোজকয়েনের পাশাপাশি জাপানি শিবা ইনু জাতের কুকুরের এ ছবিটি অনেক সময় সোশ্যাল মিডিয়ায় মিম হিসেবেও ব্যবহার করা হয়। গতকাল ব্যবহারকারীরা হুট করে খেয়াল করেন যে, তাদের একাউন্টের হোমপেইজ ও লোডিং স্ক্রিনে টুইটারের লোগার জায়গায় শিবা ইনুর ছবিটি দেখা যাচ্ছে।  


আচমকা এ পরিবর্তন নিয়ে টুইট ব্যবহারকারীদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। প্ল্যাটফর্মটি নিয়ে বেশ সরব থাকা সিইও মাস্ক অবশ্য টুইট করে পরোক্ষভাবে এর জবাব দিয়েছেন। 


টুইটের ছবিতে দেখা যায়, টুইটারের পরিচয়পত্র পরীক্ষা করছেন এক পুলিশ। কিন্তু সেখানে নীল পাখির ছবি দেখে চিনতে পারছেন না। তার ভুল ভাঙিয়ে দিয়ে টুইটারের নতুন লোগো বলছে, "ওটা আসলে পুরনো ছবি।" 


অন্যদিকে সত্য তথ্য লুকিয়ে বিনিয়োগে প্রলুব্ধ করার অভিযোগে মাস্কের বিরুদ্ধে গত বছরের জুনে ডোজকয়েনে বিনিয়োগকারীরা ২৫৮ বিলিয়ন ডলারের মামলা করেছেন। গত রবিবার মাস্ক যুক্তরাষ্ট্রের আদালতে মামলাটি খারিজ করে দেওয়ার আবেদনও করেছেন। 


গত বছরের জুনে রয়টার্সের করা রিপোর্ট অনুযায়ী, মামলায় ডোজকয়েনের বাজারমূল্য নেই জেনেও মাস্ক ২০১৯ সাল থেকে মুনাফা লাভের উদ্দেশ্যে ক্রিপ্টোকারেন্সিটির প্রচারণা করেছেন বলে অভিযোগ করা হয়েছে।  


এমনকি গতবছরের জানুয়ারিতে মাস্ক বলেছিলেন, ডোজকয়েনের বিনিময়ে টেসলার গাড়িও কেনা যাবে। বিশ্বের অন্যতম ধনী ব্যবসায়ীর এ ঘোষণার পরেই ক্রিপ্টোকারেন্সিটির দাম ব্যাপকভাবে বেড়ে যায়। 


এবার ফের টুইটারের লোগো সাময়িকভাবে পরিবর্তন করে ক্রিপ্টোকারেন্সিটির লোগো সদৃশ শিবা ইনু জাতের কুকুরের ছবিটি যুক্ত করায় ডোজকয়েনের মূল্য ০.০৭৯ মার্কিন ডলার থেকে বেড়ে ০.০৯৪ মার্কিন ডলারে পৌঁছেছে। গত বছরের নভেম্বর থেকে বর্তমান পর্যন্ত ক্রিপ্টোকারেন্সিটির এই দামটিই সর্বোচ্চ। 


অন্যদিকে ফাঁস হওয়া নথি অনুযায়ী, বহু বিতর্কের মাঝে টুইটারের বর্তমান বাজারমূল্য ২০ বিলিয়ন ডলারে নেমে এসেছে। অথচ ৬ মাস আগেই ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে প্ল্যাটফর্মটি কিনেছিলেন মাস্ক। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.