প্রশান্তি পেতে অফিস ডেস্কে রাখুন সবুজের ছোঁয়া

 


ODD বাংলা ডেস্ক: অফিসে এক টানা কাজ করতে করতে অনেক সময় ঝিমুনি চলে আসে। লাগে একঘেয়েমি। এমন হলে ডেস্কের পাশে রাখা গাছের দিকে একঝলক তাকিয়ে নিতে পারেন। এতে প্রশান্তি মেলার সঙ্গে সঙ্গে দূর হবে ক্লান্তিও।


গাছ শুধু সৌন্দর্য বাড়ায় না- এটি মন ভালো রাখে, একইসঙ্গে আরাম দেয় চোখে। তবে যেকোনো গাছ কিন্তু অফিস ডেস্কে রাখা যায় না। বেশির ভাগ অফিসই শীতাতপনিয়ন্ত্রিত। অফিসের ভেতরে প্রাকৃতিক আলো-বাতাস প্রবেশ করার সুযোগও তেমন থাকেনা। এক্ষেত্রে ডেস্কে কোন ধরনের গাছ রাখা যেতে পারে চলুন জেনে নেই -


১. অফিস ডেস্কে রাখার মতো উপযোগী মৌলিক উদ্ভিদের মধ্যে অন্যতম মানি প্ল্যান্ট। এই গাছ বাদামী রঙের সিরামিক পাত্রে রাখতে পারেনে। এছাড়া সবুজ সিরামিক পাত্রে লাগাতে পারেন গোল্ডেন মানি প্ল্যান্ট।


২. অফিস ডেস্কের পরিবেশ রিফ্রেশিং রাখতে কিনতে পারেন সুন্দর গোলাপি সিঙ্গোনিয়াম। এই উদ্ভিদটি চকলেট বা বাদামী পাত্রে লাগালে ডেস্কের সৌন্দর্য বাড়ে বহু গুণে।


৩. ডেস্ক সাজাতে সাদা পাত্রে লাগাতে পারেন লাল উগা অগ্লাওনেমা গাছটিও। এই গাছের সুন্দর লাল পাতা যে কাউকে মুগ্ধ করবে।


৪. পিস লিলি গাছটিও অফিস ডেস্ককে সুন্দর করে তুলতে পারে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.