হাতে তেলের ছিটে পড়লে

 


ODD বাংলা ডেস্ক: পড়েছে ভীষণ গরম। কিন্তু রান্নাঘরের ব্যস্ততা কমেনি। এ সময় রান্না করতে গিয়ে হাত পুড়ে যাওয়া খুব স্বাভাবিক। তবে হাতে তেলের ছিটে পড়লে যন্ত্রণাটা হয় বেশি। বিশেষত গরমে যন্ত্রণার মাত্রাটা বেশি। এক্ষেত্রে কিছু প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নিলে সহজেই আরাম পাওয়া যায়। কিভাবে? চলুন জেনে নেওয়া যাক: 


হাতের তেলের ছিটে পড়লে সঙ্গে সঙ্গে আক্রান্ত জায়গায় বরফ লাগান। 

বরফ না থাকলে আক্রান্ত জায়গায় সরিষার তেলও ব্যবহার করতে পারেন। প্রদাহজনিত যন্ত্রণা দূর হবে। 


মধুর মধ্যে অ্যান্টি-ইনফ্ল্যাম্যাটরি উপাদান আছে বলে তেলের ছিটাক্রান্ত স্থানে মধুও লাগাতে পারেন। 

অন্যান্য তেলের চেয়ে নারিকেল তেল বেশ ঠাণ্ডা। তাই তেলের ছিটে পড়লে আলতো করে নারিকেল তেল ব্যবহার করুন। জ্বলুনি কমবে। 

তেল লাগার পর যদি ভীষণ জ্বলুনি হয় তাহলে হলুদ কাজে আসে। হলুদেও অ্যান্টি-ইনফ্ল্যাম্যাটরি উপাদান রয়েছে বলে এটি কাজে আসে। 


টুথপেস্ট দিয়েও কাজ হয় যদি আপনার ছিটাক্রান্ত স্থান লালচে হয়ে থাকে। লালচে জায়গায় টুথপেস্ট লাগিয়ে দিলে ফোস্কা পড়বে না। 

অল্প পুড়ে যাওয়ায় জায়গায় চা পাতা ব্যবহার করা যেতে পারে। প্রথমে জলে চা পাতা কিছুক্ষণ ভিজিয়ে থেঁতলে নিন। ওটি ব্যবহার করুন আক্রান্ত স্থানে। দেখবেন আরাম লাগবে। 

আলু থেঁতলে ওই রস ব্যবহার করুন। জ্বলুনি-ভাব কমবে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.