একটা বছর নিজের যা ইচ্ছে হয় তাই খেতে চান, কোনো বাছবিচার না, ওয়ারেন বাফেট

 


ODD বাংলা ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় ধনকুবের ওয়ারেন বাফেট জাঙ্ক ফুড খেতে খুবই ভালোবাসেন। জীবনকে উপভোগ করতে একটা বছর সবকিছু ভুলে নিজের যা ইচ্ছা হয় তাই খেতে চান বার্কশায়ার হ্যাথাওয়ে কোম্পানির এই সিইও। খবর বিজনেস ইনসাইডারের।


সম্প্রতি সিএনবিসিতে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের এ ইচ্ছার কথা প্রকাশ করেছেন বাফেট।


৯২ বছর বয়সী এ ধনকুবের বলেন, "যদি কেউ আমাকে বলে যে আমি অতিরিক্ত এক বছর বাঁচব, সেক্ষেত্রে আমার পরিকল্পনা থাকবে ভিন্ন। আমি যদি সারাজীবন নিজের ইচ্ছামতো খাবার না খেয়ে জীবন পার করে দেই তবে শেষ বছরে বলবো, আমি যা খেতে পছন্দ করি আমাকে সেটাই খেতে দাও।"


৯২ বছর বয়সী বাফেট যে এখনও খাবারের ব্যাপারে খুব বেশি সতর্ক, এমনটা নয়।


২০১৫ সালে ফরচুন ম্যাগাজিনকে এ ধনকুবের নিজেই প্রতিদিন গড়ে পাঁচ ক্যান কোক খাওয়ার কথা জানিয়েছিলেন। নিজের শরীরের এক চতুর্থাংশ কোকা-কোলায় পূর্ণ বলে রসিকতাও করেছিলেন বাফেট।


খাদ্যাভ্যাস সম্পর্কে এ ধনকুবের জানান, প্রায়ই ম্যাকডোনাল্ড থেকে সকালের খাবার হিসেবে হয় সসেজ, ডিম, চিজ মাফিন নতুবা বেকন, ডিম ও চিজ বিস্কুট অর্ডার করেন তিনি।


অন্যদিকে বাফেটের দীর্ঘদিনের বন্ধু মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসও জানান, বাফেট বেশিরভাগ সময়ই হ্যামবার্গার, আইসক্রিম, কোক এসব জাঙ্কফুফ খেয়ে থাকেন। একবার তার বাড়িতে ঘুরতে এসে সকালের নাস্তা হিসেবে বাফেট যে এক প্যাকেট ওরিও খেয়েছিলেন সেটারও স্মৃতিচারণ করেন গেটস।


সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বাফেট বলেন, "৬ বছর বয়স থেকেই আমি যা খেতে পছন্দ করি, তাই খেয়েছি। আমার কাছে মনে হয়, সুখী থাকার ব্যাপারটি দীর্ঘায়ু লাভের ক্ষেত্রে একটা বড় পার্থক্য গড়ে দিতে পারে। এখন আমি যখন কোক পান করি কিংবা আইক্রিম খাই, তখনই আমি খুশি থাকি।"


খাবারের প্রতি নিজের এসব আকর্ষণের বাইরে অবশ্য ব্যবসাটাও ঠিকঠাক সামলাচ্ছেন বাফেট। ১১২ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে বিশ্বের ধনীর তালিকায় বর্তমানে বাফেট আছেন পাঁচ নম্বরে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.