শ্যাম্পু শব্দ এসেছে সংস্কৃত থেকে, কোথা থেকে এসেছে টিউলিপ, চেকমেট?
ODD বাংলা ডেস্ক: যদিও ব্যকরণ এবং মূল শব্দকোষ বিবেচনা করলে ইংরেজি একটি জার্মানিক ভাষা, তারপরেও কালের বিবর্তনে ইংরেজি আরও অনেক ভাষা থেকে শব্দ গ্রহণ করেছে , যার মধ্যে রয়েছে ল্যাটিন, প্রাচীন গ্রিক, এবং পুরনো ফরাসির মতো ভাষাগুলো।
ইংরেজি ভাষার ইতিহাস বেশ জটিল। ব্যবসা-বাণিজ্য, উপনিবেশ, অভিযান, আর বিশ্বায়ন এর শব্দকোষকে ব্যাপক হারে প্রভাবিত করেছে। বর্তমানে ইংরেজি সারাবিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা। সারাবিশ্ব জুড়েই নতুন প্রযুক্তি এবং সাংস্কৃতিক প্রভাব টিকিয়ে রাখতে নিজেকে প্রতিনিয়ত পরিবর্তন করছে এটি। মূলত ইংরেজি ভাষার বিচিত্র শব্দকোষ বৈশ্বিক ভাষা হিসেবে এর দীর্ঘ ও বৈচিত্র্যময় ইতিহাসকেই নির্দেশ করে।
এই দীর্ঘ তালিকায় আছে ফারসি ও সংস্কৃত ভাষার নামও। এই দুই ভাষা থেকে উৎপত্তি হয়েছে এরকম ৩টি শব্দই জেনে নেওয়া যাক।
চেকমেট (ফারসি)
দাবা খেলায় 'চেকমেট' শব্দটি তখনই ব্যবহৃত হয় যখন কোনো খেলোয়াড়ের মূল গুটি অর্থাৎ রাজা (কিং) আক্রমণের শিকার হয়, এবং কোনো চাল চেলেই সেটি এড়ানো সম্ভব হয় না। ফারসি ভাষার 'শাহ মাত' শব্দ থেকে এই শব্দটির উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হয়। প্রাচীন পারস্যের রাজা-রাজড়া আর অভিজাতদের সময় কাটানোর একটি বড় উপায় ছিল দাবা খেলা। তবে শাহ মাত শব্দের আক্ষরিক অর্থে ইংরেজি ভাষায় শব্দটি গ্রহণ করা হয়নি। ফারসি ভাষায় শাহ মাত অর্থ, শাহ বা রাজা মাত হয়েছেন বা মারা গেছেন। কিন্তু, দাবা খেলার শেষে রাজা আসলে মারা যান না, বরন এমন এক অবস্থায় পৌঁছান, যেখান থেকে নড়তে পারেন না। অনেকটা ধরা পড়ার মতো। তাই, 'মাত' শব্দের মাধ্যমে এমন অর্থই বোঝায়, যেখানে রাজা হেরে গিয়েছেন।
টিউলিপ (সংস্কৃত)
রংবেরঙের বাল্বসমৃদ্ধ ফুল টিউলিপের উৎপত্তি হয়েছে মধ্যপ্রাচ্য থেকে। ধারণা করা হয় ফারসি শব্দ 'দুলবান্দ' থেকে এর উৎপত্তি হয়েছে, যার অর্থ পাগড়ি। মাথায় পরা ঐতিহ্যগত গোলাকার পাগড়ির সাথে আকারের মিল থাকার কারণে সম্ভবত ফুলকে নির্দেশ করার কাজে ব্যবহার করা হয়েছে এই শব্দকে। অটোমান সুলতানরা তাদের পাগড়িতে টিউলিপ ফুল পরে নিজেদের বিলাসিতা ও ক্ষমতা জাহির করতেন।
শ্যাম্পু (সংস্কৃত)
প্রত্যেকটি বাসাবাড়িরই একটি অপরিহার্য নাম শ্যাম্পু। এই চুল পরিষ্কারক তরলের নাম এসেছে হিন্দি শব্দ 'চাম্পনা' থেকে, যেটি আবার উদ্ভূত হয়েছে সংস্কৃত 'চাপায়াতি' থেকে। শরীর মাসাজ করার সময় শরীরে যে আন্দোলন তৈরি হয়, সেটিকেই চাপায়াতি বলা হয়। ঔপনিবেশিক যুগে ইংরেজি ভাষায় এই শব্দের উৎপত্তি ঘটে, যার অর্থ ত্বক পরিষ্কার এবং মাসাজ করা। পরবর্তীতে আধুনিক সময়ে এসে এটি পরিচিতি পেয়ছে চুল পরিষ্কার করার তরল পদার্থ হিসেবে।
Post a Comment