তীব্র আকর্ষণী ক্ষমতা, যে কারোর মাথা ঘুরিয়ে দিতে পারে এই ৫ রাশির জাতকরা

 


ODD বাংলা ডেস্ক: আমাদের চারপাশে এমন কিছু কিছু মানুষ থাকেন, যাঁদের মধ্যে আকর্ষণ করার ক্ষমতা এতটাই তীব্র হয় যে তা উপেক্ষা করার ক্ষমতা প্রায় কারোরই থাকে না। এঁদের মধ্যে স্বাভাবিক সৌন্দর্যের পাশাপাশি আবেগের বহিঃপ্রকাশ ঘটে দুর্দান্ত ভাবে। সেই কারণে সহজেই সবার মন জয় করে নেওয়ার ক্ষমতা থাকে এদের মধ্যে। নিজেদের চারপাশে সৌন্দর্য, রহস্য ও মোহের একটা আবরণ যেন এরা রচনা করে থাকেন। নিজেদের কথা, কাজ ও আবেগ দিয়ে যে কাউকে নিজের প্রতি চুম্বকের মতো টেনে আনার ক্ষমতা থাকে এদের মধ্যে। আজ আমরা আলোচনা করব জ্যোতিষ অনুসারে কোন কোন রাশির জাতকদের মধ্যে অন্যকে আকর্ষণ করার ক্ষমতা সবচেয়ে বেশি থাকে। জ্যোতিষ গণনায় বিভিন্ন রাশির জাতকদের চরিত্র ধরা পড়ে। জেনে নিন অন্যকে নিজের দিকে টেনে আনার ক্ষমতা সবচেয়ে বেশি থাকে কোন কোন রাশির জাতকদের মধ্যে।


বৃষ রাশি

দারুণ এনার্জির অধিকারী হন বৃষ রাশির জাতকরা। ইন্দ্রিয়সুখের ব্যাপারেও এঁরা যথেষ্ট সজাগ। সৌন্দর্যের পূজারী হন বৃষ রাশির জাতকরা। এঁদের চুম্বকের মতো আকর্ষণ ক্ষমতা যে কাউকে মোহগ্রস্ত করে তুলতে পারে। বৃষ রাশির জাতকদের তুমুল আত্মবিশ্বাসও এঁদের অন্য়ের চোখে আকর্ষণীয় করে তোলে। বৃষ রাশির জাতকদের মধ্যে একটা স্বাভাবিক যৌন আবেদন কাজ করে।


​সিংহ রাশি

নিজেদের আত্মবিশ্বাস ও ক্যারিশমার জন্যই সবার নজর কাড়েন সিংহ রাশির জাতকরা। এরা যেখানেই থাকেন, সেখানেই স্পটলাইট কেড়ে নিতে জানেন। অন্যকে আকর্ষণ করার একটী তীব্র ক্ষমতা থাকে সিংহ রাশির জাতকদের মধ্যে। এরা যে কোনও পার্টির মধ্যমণি হন এবং সব আলোচনার কেন্দ্রে থাকেন। যৌন আবেদনে সবার মাথা ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন সিংহ রাশির জাতকরা।


তুলা রাশি

সাধারণত তীব্র সৌন্দর্যের অধিকারী হন তুলা রাশির জাতকরা। এঁদের শারীরিক সৌন্দর্য ও মনোরম ব্যক্তিত্ব সবাইকে আকর্ষণ করে। সবার সঙ্গে খুব সহজে বন্ধুর মতো মিশে যেতে পারেন তুলা রাশির জাতকরা। তুলার জাতকদের আকর্ষণী ক্ষমতা সবার উপরে কাজ করে। এরা যে কাউকে নিজের প্রতি আকৃষ্ট করতে পারেন। তার সঙ্গে তুলার জাতকদের মধ্যে যৌন আবেদন সবাইকে মোহগ্রস্ত করে তুলতে পারে।


​বৃশ্চিক রাশি

ইন্দ্রিয় চেতনা ও আবেগপ্রবণতার জন্য পরিচিত বৃশ্চিক রাশির জাতকরা। এদের মধ্যে তীব্র যৌন আবেদন কাজ করে। এঁদের রহস্যময় প্রকৃতি সবার কাছে আকর্ষণীয় করে তোলে বৃশ্চিক রাশির জাতকদের। এদের আকর্ষণী ক্ষমতা এতটাই যে অন্যদের পক্ষে নিজেকে সামলে রাখাই কঠিন হয়ে যায় বৃশ্চিকের জাতকদের সামনে। গভীর ভাবে যে কোনও কারোর সঙ্গে যুক্ত হতে পারেন এরা।


মীন রাশি

দারুণ রোম্যান্টিক ও স্বপ্নময় প্রকৃতির অধিকারী হন মীন রাশির জাতকরা। এঁরা যেমন ভদ্র, তেমনই অন্যের প্রতি সহমর্মী। মীন রাশির জাতকদের শান্ত ও মনোরম ব্যক্তিত্ব এঁদের সবাইকে নিজের প্রতি আকর্ষণ করে। মীন রাশির জাতকরা আবেগপ্রবণ ও বুদ্ধিমান। এরা একটুও চেষ্টা না করে নিজেদের স্বাভাবিক ব্যবহারেই অন্যকে নিজের প্রতি আকর্ষণ করার ক্ষমতা রাখেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.