প্রতিশোধ নিতে এক্সপার্ট এরা, প্রতিশোধ নেওয়ার সুযোগ এলে দ্রুত ঝাঁপিয়ে পড়েন এই চার রাশি



 ODD বাংলা ডেস্ক: বৈদিক শাস্ত্রে রয়েছে ১২টি রাশির উল্লেখ। শাস্ত্র মতে, সকল রাশির অধিকর্তা গ্রহ ভিন্ন। সে কারণে সকলের সঙ্গে সকলের রয়েছে বিস্তর তফাত। শাস্ত্র মতে, আমরা সকলে একে অপরের থেকে আলাদা। কেউ শান্ত তো কেউ উদ্ধত। কেউ বোকা তো কেউ চালাক। কেউ ত্যাগী মানসিকতার তো কেউ সব সময় নিজের আখের গোছাতে ব্যস্ত। আজ রইল চার রাশির কথা। প্রতিশোধ নিতে এক্সপার্ট এরা, প্রতিশোধ নেওয়ার সুযোগ এলে দ্রুত ঝাঁপিয়ে পড়েন এরা। কোনও ক্ষেত্রে সামান্য অপমান বোধ করলেও এরা অধিক প্রতিক্রিয়া দেখান। সব সময় প্রতিশোধ নিতে চান এই চার রাশির ছেলে মেয়েরা।


মেষ রাশি


রাশি চক্রের প্রথম রাশি হল মেষ। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। কেউ এদের বিশ্বাস ভঙ্গ করতে এরা খুবই রেগে যান। এদের ধৈর্য খুবই কম হয়। এরা ব্রেকআপের পর প্রাক্তন সুখে থাকুক তা চায় না। আবেগপ্রবণ হন এরা। যুক্তিসঙ্গত প্রতিক্রিয়া দেখান এরা সব সময়। এরা প্রতিশোধ নিতে এক্সপার্ট এরা, প্রতিশোধ নেওয়ার সুযোগ এলে দ্রুত ঝাঁপিয়ে পড়েন এরা।


সিংহ রাশি


রাশি চক্রের পঞ্চম রাশি হল সিংহ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল রবি। উৎশৃঙ্খল স্বভাবের হন এরা। এরা নিজের ভুলের জন্য কারও কাছে ক্ষমা চাইতে পারেন না। এরা কারও কতৃক বিশ্বাসঘাতকতা শিকার হলে নিজের আবেগ ধরে রাখতে পারেন না। অহংকার বোধ থাকে এদের বিস্তর।


বৃশ্চিক রাশি


রাশি চক্রের অষ্টম রাশি হল বৃশ্চিক। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। কোনও ক্ষেত্রে সামান্য অপমান হলে এরা তা ভুলতে পারেন না। সব সময় প্রতিশোধ নিতে চান এই রাশির ছেলে মেয়েরা। প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে সামান্য সময় ব্যয় করেন না এরা।


মকর রাশি


রাশি চক্রের দশম রাশি মকর। এই রাশির অধিকর্তা গ্রহ হল শনি। প্রতিশোধ নেওয়ার মানসিকতা থাকে এদের। কোনও ক্ষেত্রে সামান্য অপমান বোধ করলে তারও প্রতিশোধ নিয়ে থাকেন। এরা সব সময় নিজের স্বার্থের কথা আগে দেখেন। প্রতিশোধ নেওয়ার সুযোগ এলে দ্রুত ঝাঁপিয়ে পড়েন এরা। শাস্ত্র মতে, মকর তো বটেই বাকি তিন রাশির ছেলে মেয়েরা প্রতিশোধ নেওয়ার ব্যাপারে এক্সপার্ট। প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে সামান্য সময় ব্যয় করেন না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.