চিকিৎসক বা আইনজীবী, সাফল্য পেতে চাইলে মেনে চলুন এই বাস্তু নিয়ম
ODD বাংলা ডেস্ক: বাস্তু শাস্ত্রে নানান সমস্যার সমাধানের উপায় জানানো রয়েছে। আয় বৃদ্ধি, শিক্ষায় সাফল্য, কেরিয়ারে উন্নতি ইত্যাদির জন্য বাস্তু শাস্ত্রের সাহায্য নিয়ে থাকেন অনেকেই। কোনও চিকিৎসক, আইনজীবী বা কনসালটেন্টের কাজ ভালো ভাবে না-চললে, তাঁরাও বাস্তু শাস্ত্রের উপায় মনে চলতে পারেন। এর ফলে লাভ হবে ও সাফল্য অর্জন করতে পারবেন।
পরামর্শ ক্ষেত্র, দিক- বায়ব্য কোণ, তত্ব- ধাতু
পরামর্শদাতাদের জীবনে সাফল্য লাভের জন্য বায়ব্য কোণকে গতিশীল ও সক্রিয় রাখা উচিত। যাঁরা উচিত পরামর্শ দিতে পারে, তাঁদের সঙ্গে এই ক্ষেত্রটি সম্পর্কযুক্ত। যেমন চিকিৎসক, আইনজীবী, কনসালটেন্ট ইত্যাদি। নিম্নলিখিত উপায়গুলি মেনে বায়ব্য কোণকে সক্রিয় রাখা যেতে পারে।
১. এই স্থানে ক্রিস্টাল বল টাঙিয়ে রাখা উচিত। আবার আলোর পরিমাণ বৃদ্ধি করলে এই ক্ষেত্র গতিশীল হবে ও শুভ ফলাফল প্রদান করবে।
২. এই দিকটি যাত্রার সঙ্গে সম্পর্কযুক্ত। যাত্রায় যাওয়ার আগে গন্তব্যের সঙ্গে সম্পর্কযুক্ত কোনও বস্তু বা চিত্র এই স্থানে লাগানো উচিত।
৩. বাস্তু মতে বাড়ির বায়ব্য কোণে নিজের অফিস বানানো শুভ। এর ফলে লাভজনক পরিণাম পেতে পারেন।
ব্যবসা ক্ষেত্রে, দিক- উত্তর, তত্ব- জল
ব্যবসায় সাফল্য ও উন্নতির জন্য উত্তর দিকটিকে সক্রিয় রাখতে হবে। বাড়ির এই অংশে ইতিবাচক শক্তি বৃদ্ধি করার জন্য নিম্নলিখিত উপায়গুলি করতে পারেন—
১. এই ক্ষেত্রের উন্নতির জন্য বাড়ির উত্তর দিকে ক্রিস্টাল বল টাঙান ও সবুজ রঙের আলোর পরিমাণ বৃদ্ধি করুন।
২. এই স্থানে টেলিফোন, কমপিউটার বা ফ্যান রাখলে এই ক্ষেত্রটি সক্রিয় হয়ে শুভ ফল প্রদান করতে শুরু করে।
৩. বাড়ির উত্তর দিকের পূর্বের দেওয়ালে কোনও সুন্দর ছবি রাখলেও এই ক্ষেত্রটি গতিশীল হবে।
Post a Comment