বাড়িতে রাখা শুকিয়ে যাওয়া তুলসী দেয় অশনি সংকেত, জানেন?
ODD বাংলা ডেস্ক: হিন্দু ধর্মে তুলসী গাছের বিশেষ মাহাত্ম্য স্বীকার করা হয়েছে। প্রতিটি বাড়িতে একটি তুলসী গাছ অবশ্যই থাকে। বাস্তু মতে তুলসী গাছ ইতিবাতক শক্তি প্রভাব বজায় রাখে। ধর্মে তুলসীকে সবচেয়ে পবিত্র মনে করা হয়েছে। হিন্দু দেবী-দেবতাদের মধ্যে অনেককে তুলসী পাতা অর্পণ করা হয়। আবার কোনও দেবী-দেবতদের পুজোয় তুলসীর ব্যবহার নিষিদ্ধ। বিষ্ণুর পুজোয় তুলসী ব্যবহৃত না-হলে পুজো অসম্পূর্ণ মনে করা হয়। আবার গণেশের পুজোয় তুলসী বর্জিত।
প্রচলিত ধারণা অনুযায়ী বাড়ির আঙিনায় তুলসী গাছ রাখলে পরিবারে ইতিবাচক শক্তি বজায় থাকে। তবে এই গাছ শুকিয়ে যাওয়াকে শুভ মনে করা হয় না। শুকনো তুলসী গাছ একাধিক অশুভ সংকেত দিয়ে থাকে।
যত্ন নেওয়া সত্ত্বেও তুলসী গাছ শুকিয়ে গেলে সতর্ক হন। জ্যোতিষে তুলসীকে বুধ গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত মনে করা হয়। ছাদে তুলসী গাছ রাখলে বুধ দুর্বল হয়। এ কারণে ছাদে তুলসী গাছ রাখতে নেই।
নতুন তুলসী গাছ আনার কিছুদিন পরই সেটি শুকিয়ে গেলে, এটি পিতৃদোষের দিকে ইঙ্গিত দেয়। বাস্তু শাস্ত্র মতে বার বার তুলসী গাছ শুকিয়ে গেলে বুঝতে হবে যে সেই পরিবারে পিতৃদোষের ছায়া রয়েছে। পিতৃদোষের ফলে পরিবারের সদস্যদের মধ্যে মনোমালিন্য থাকে ও কলহ হয়।
শীতকালে বা অতিরিক্ত জল দেওয়ার ফলে তুলসী গাছ শুকিয়ে গেলে অথবা নষ্ট হলে ভয় পাওয়ার কোনও কারণ নেই। কিন্তু যত্ন সত্ত্বেও যদি তুলসী গাছ শুকিয়ে যায়, তা হলে এটি ভবিষ্যৎ জীবনের নানান কঠিন পরিস্থিতির দিকে ইঙ্গিত দেয়।
তুলসী গাছ শুকিয়ে যাওয়ার অর্থ বুধের দুর্বলতা। এর ফলে বুধ সেই পরিবারের সদস্যদের ওপর অশুভ প্রভাব বিস্তার করে।
তুলসী দু ধরনের হয়। রামা তুলসী ও শ্যামা তুলসী। প্রচলিত ধারণা অনুযায়ী রাম ও সীতার পদচিহ্ন থেকে রামা তুলসীর উৎপত্তি। আবার কৃষ্ণ ও রাধার পদচিহ্ন থেকে উৎপন্ন তুলসীকে শ্যামা তুলসী বলা হয়। বাড়িতে দুই তুলসী লাগানোই শুভ। কিন্তু রামা তুলসীকে অধিক শুভ মনে করা হয়। বাড়িতে তুলসী গাছ রাখলে নিয়ম মেনে তার পুজো করবেন। যথোপযুক্ত দেখাশোনাও করা উচিত, যাতে তুলসী গাছ শুকিয়ে না-যায়।
উল্লেখ্য শুকিয়ে যাওয়া তুলসী গাছ বাড়িতে রাখা অশুভ। তাই এই গাছটিকে কোনও নদী বা জলে প্রবাহিত করে দেওয়া উচিত।
Post a Comment