ভয়াবহ ধসে মৃত ২ বাঙালি পর্যটক, বাতিল উত্তর ও পূর্ব সিকিমের পারমিট

ODD বাংলা ডেস্ক: তুষারধসে বিপর্যস্ত সিকিম। ইতিমধ্যেই ছয় পর্যটকের মৃত্যু হয়েছে। তার মধ্যে রয়েছে এই রাজ্যের দুই বাসিন্দাও। এখনও শতাধিক পর্যটক একাধিক এলাকায় আটকে রয়েছেন। নাথু লা থেকে গ্যাংটক নামার পথে রাস্তা বন্ধের জেরে বিপাকে পড়েছেন তারা। উদ্ধারকাজে নামানো হয়েছে সেনাবাহিনী। এই পরিস্থিতিতে ঝুঁকি নিতে নারাজ প্রশাসন। আর তাই বাতিল করা হয়েছে পর্যটকদের পারমিট।জানা গিয়েছে, মৃত সাত পর্যটকের মধ্যে রয়েছেন কলকাতার বাসিন্দা প্রীতম মাইতি (৩৮) এবং শিলিগুড়ির বাসিন্দা সৌরভ চৌধুরী (২৭)। এছাড়াও মৃত্যু হয়েছে নেপালের তিনজনের বাসিন্দা এবং উত্তরপ্রদেশের দু'জন বাসিন্দা। প্রশাসনের তরফে জানানো হয়েছে, উত্তর এবং পূর্ব সিকিমের জন্য নতুন করে কোনও পারমিট ইস্যু করা হচ্ছে না। অর্থাৎ এই মুহূর্তে সিকিমে বেড়ানোর প্ল্যান থাকলে তা কার্যত বাতিল করাই শ্রেয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.