এ বছর সেপ্টেম্বরে প্রথম ভারত সফরে আসতে চলেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন
ODD বাংলা ডেস্ক: ভারত সফরে আসতে চলেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। সেপ্টেম্বরে প্রথম বারের জন্য ভারত সফরে আসার কথা তাঁর। বাইডেনের সফর ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্কে নয়া মাত্রা যোগ করবে বলে আশাবাদী হোয়াইট হাউস। জি২০ শিখর সম্মেলন সফল ভাবে আয়োজন করার জন্য ভারতের ভূয়সী প্রশংসাও করেছে ওয়াশিংটন।‘জি২০ লিডার্স সামিট’-এর আসরে হাজির থাকতে চলেছেন আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন। শনিবার এমনই জানিয়েছেন দক্ষিণ এবং মধ্য এশিয়ার দায়িত্বপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। তাঁর মতে, ২০২৩ সাল ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্কে নয়া যুগের সূচনা করতে চলেছে। তারই প্রথম প্রকাশ সেপ্টেম্বরে জি২০ লিডার্স সামিটে হতে চলেছে। সেখানে ভারতের প্রধানমন্ত্রীর পাশাপাশি একই মঞ্চ আলো করে থাকতে চলেছেন বাইডেনও।
Post a Comment