২০২৩-এর প্রথম কোভিড আক্রান্তের মৃত্যু হল যোগীরাজ্যে
ODD বাংলা ডেস্ক: চলতি বছরে প্রথম কোভিড আক্রান্তের মৃত্যুর খবর এল উত্তর প্রদেশ থেকে। করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় BJP শাসিত রাজ্যে দেখা গিয়েছিল মৃত্যু মিছিল। ফের মারণ ভাইরাসের কারণে প্রাণ যাওয়ায় আতঙ্ক ছড়াল উত্তর ভারত-সহ গোটা দেশে। উত্তর প্রদেশ প্রশাসন সূত্রে খবর, গত ২ এপ্রিল লখনউবাসী এক প্রৌঢ়ার শরীরে ভাইরাসের অস্তিত্ব মেলে। আলমবাগের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। কিন্তু বৃহস্পতিবার মৃত্যু হয় ওই প্রৌঢ়ার।প্রসঙ্গত, কোভিড সংক্রমণ জানার পর ওই প্রৌঢ়াকে কিং জর্জ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরিত করা হয়েছিল। সেখানে দ্বিতীয়বার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছিল। যদিও এই খবর প্রকাশিত হওয়া পর্যন্ত সেই রিপোর্ট আসেনি বলে জানা গিয়েছে।
Post a Comment