দোকানের ব্যবসা বৃদ্ধি করতে মেনে চলুন এই বাস্তু নিয়ম!
ODD বাংলা ডেস্ক: বাড়ি তৈরির সময় আমরা বাস্তুর বিষয় বিশেষ নজর দিয়ে থাকি। কারণ বাড়িতে কোনও বাস্তু দোষ থাকলে সেই পরিবারে বসবাসকারী সদস্যদের জীবনে নানান সমস্যা দেখা দিতে পারে। তবে শুধু বাড়িই নয়, বরং দোকানের ক্ষেত্রেও বাস্তু শাস্ত্র মেনে চলা উচিত। অনেক সময় এমন দেখা গিয়েছে যে বাজারের মধ্যে দোকান হওয়া সত্ত্বেও ব্যবসায় তেমন উন্নতি হয় না। এর জন্য দোকানের বাস্তু দোষ দায়ী। দোকানের ক্ষেত্রে কোন কোন বাস্তু নিয়ম মেনে চলা উচিত, জেনে নিন।
দোকানের আকার
১. সিংহমুখী দোকান- যে দোকানের অগ্রভাগ চওড়া ও পশ্চাৎভাগ সংকীর্ণ, তাকে সিংহমুখী বা বাঘমুখী দোকান বলা হয়। এই আকারের দোকান অত্যন্ত শুভ ফল প্রদান করে। এর ফলে ব্যবসায় উন্নতি লাভ করা যায়। বাস্তু মতে, দোকানের সম্মুখভাগ প্রশস্ত হলে অধিক সমৃদ্ধি ঘটে।
২. গোমুখী দোকান- যে দোকানের সম্মুখের অংশ কম চওড়া ও পিছনের অংশ তুলনামূলক ভাবে অধিক চওড়া তাকে গোমুখী দোকান বলা হয়। এই আকারের দোকান লাভদায়ক হয় না।
৩. বর্গাকৃতি বা আয়তাকৃতি দোকান আর্থিক বৃদ্ধির প্রতীক। প্রবেশ দ্বারের দিকে দোকান ঢালু হওয়া উচিত নয়। কারণ এর ফলে অর্থ বাইরের দিকে প্রবাহিত হয় এবং ব্যবসায় উচিত লাভ হয় না।
দোকানে ঠাকুরের স্থান
দোকানের মন্দিরের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই স্থান ইতিবাচক শক্তির বিশেষ কেন্দ্র। উত্তর, পূর্ব বা উত্তর-পূর্ব দিকে ঠাকুরের স্থান থাকা উচিত।
জিনিস কোন দিকে রাখবেন
১. দোকানের ঈশান কোণ অর্থাৎ উত্তর-পূর্ব দিকে কোনও ভারী বস্তু রাখবেন না। এটি দোকানের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। এই স্থান খালি বা হাল্কা রাখা উচিত। পরিষ্কার রাখতে হবে এই স্থানকে।
দক্ষিণে টাঙানো ক্যালেন্ডারই আপনার সাফল্যের পথের কাঁটা, জানুন বাস্তু কী বলছে!
২. দোকানের উত্তর, উত্তর-পূর্ব বা পূর্ব দিকে জল রাখা উচিত। এর ফলে দোকানে লক্ষ্মীর বাস ও লক্ষ্মী লাভ হয়।
৩. দোকানের দক্ষিণ বা পূর্ব দিকে কম্পিউটার, টিভি রাখলে সর্বাধিক লাভ হবে।
৪. দোকানের ঈশান কোণ বা আগ্নেয় কোণ অর্থাৎ উত্তর-পূর্ব বা দক্ষিণ-পূর্বে বিক্রি করার জিনিস রাখতে নেই।
৫. লক্ষ্য রাখবেন, দোকানের সামনে যাতে বিদ্যুতের পোল বা গাছ যেন না-থাকে।
৬. মিটার, সুইচ বোর্ড, ইনভার্টার ইত্যাদি দোকানের আগ্নেয় কোণে রাখবেন। অন্য কোনও স্থানে এই উপকরণগুলি রাখলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে বা শর্ট সার্কিট হতে পারে।
দোকানে বসার স্থান কোন দিকে হওয়া উচিত
দোকান বা শোরুমের মালিক পশ্চিম দিকে বসবেন। এর প্রভাবে আয় বৃদ্ধি হবে। মালিক, ম্যানেজার বা লকারের ওপর কোনও বীম যাতে না-থাকে, সে দিকে লক্ষ্য রাখবেন। কারণ বীমের এমন অবস্থান ব্যবসা বৃদ্ধির পথে বাধা সৃষ্টি করতে পারে। দোকানে কর্মরত কর্মচারী বা দোকানদারকে উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসা উচিত। এদিকে মুখ করে বসলে ধন লাভ হয়। এর প্রভাবে গ্রাহক, দোকানদার ও কর্মচারীর মধ্যে ভালো সম্পর্ক স্থাপিত হয়।
দোকানে লকার রাখার স্থান
দোকানে টাকা রাখার স্থানের ওপর কোনও ধরনের মূর্তি বা মন্দির থাকা উচিত নয়। দোকানের পশ্চিম বা দক্ষিণ দিকে লকার রাখা উচিত। এর ফলে এই লকারের মুখ উত্তর বা পূর্ব দিকে খুলবে, যা উন্নতিতে সহায়ক।
Post a Comment