চাকি-বেলুন কেনার সময় এই দুই বিষয় লক্ষ্য করেছেন তো? না-হলে কাঙালদশা নিশ্চিত!

 


ODD বাংলা ডেস্ক: বাস্তু শাস্ত্র ও জ্যোতিষ শাস্ত্রে রান্নাঘরকে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়। হিন্দু ধর্ম অনুযায়ী রান্নাঘরেই অন্নপূর্ণার বাস। মনে করা হয় অন্নপূর্ণা লক্ষ্মীর অপর রূপ। তাঁর আশীর্বাদে পরিবার অন্নে পরিপূর্ণ থাকে। কোনও পরিবারের সমৃদ্ধি বোঝা যায় তাঁর রান্নাঘর দেখে। এখানে ব্যবহার করার প্রতিটি সামগ্রীর কোনও কোনও গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে। বাস্তু শাস্ত্রে এই সামগ্রী রাখার বিষয়ে বিভিন্ন নিয়ম-কানুন বর্ণনা করা হয়ে থাকে। যেমন গ্যাস ওভেন, জলের পাত্র রাখার নির্দিষ্ট স্থান রয়েছে। আবার বাসন, যেমন কড়াই, চাটু, চাকি-বেলুন রাখারও নির্দিষ্ট স্থান ও পদ্ধতি রয়েছে। বাস্তু ও জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী চাকি-বেলুনের ব্যবহারে বিশেষ নজর দেওয়া উচিত। তা না-হলে সমগ্র পরিবারকে এর দুষ্প্রভাব ভোগ করতে হয়। চাকি-বেলুন কবে কিনবেন, কী ভাবে রাখবেন, সে সবই জেনে নিন এখানে।


চাকি-বেলুন কবে কেনা শুভ?


বাস্তু শাস্ত্র অনুযায়ী কাঠের চাকি-বেলুন কেনার উপযুক্ত দিন হল বৃহস্পতিবার। এ ছাড়াও বৃহস্পতিবারও কাঠের চাকি-বেলুন কিনতে পারেন। তবে ভুলেও শনিবার ও মঙ্গলবার এটি কিনবেন না।


চাকি-বেলুন কেনার সময়ে যে বিষয়ে লক্ষ্য করবেন


চাকি-বেলুন কেনার সময় কখনও তাড়াহুড়ো করবেন না। চাকি-বেলুন যাতে কোনও দিন দিয়ে উঁচু-নীচু না-হয় সে দিকে লক্ষ্য় রাখতে হবে। তা না-হলে রুটি তৈরির সময় চাকি নড়লে যে শব্দ উৎপন্ন হয়, তা বাস্তু দোষের কারণ হয়ে দাঁড়াতে পারে। বাস্তু শাস্ত্র অনুযায়ী যে চাকিতে রুটি করার সময় শব্দ হয়, তা কখনও ব্যবহার করতে নেই। কারণ এর ফলে গৃহ কলহ, অর্থ হানি হতে পারে।


চাকি-বেলুন রাখার সঠিক পদ্ধতি


বাস্তু শাস্ত্র অনুযায়ী চাকি-বেলুন শুধু কেনাই নয়, বরং এর রাখার নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। বাস্তু শাস্ত্র মতে, রুটি বেলার পর চাকি-বেলুন ধুয়ে, শুকিয়ে রাখা উচিত। ব্যবহার করার পর এটি নোংরা ছেড়ে দেবেন না। মনে করা হয় চাকি-বেলুন নোংরা ছেড়ে দিলে পরিবারে বাস্তু দোষ বৃদ্ধি পায় এবং অন্নপূর্ণা রুষ্ট হন। আবার চাকি-বেলুন ব্যবহারের পর তা উল্টো করে রাখবেন না, বরং সোজা করে ঝুলিয়ে রাখবেন। বাসনের মাঝে বা কোনও ডিবের ওপরে এটি রাখতে নেই।


এই চাকি-বেলুন এখনই সরান


কাঠের চাকি-বেলুন ভেঙে গেলে, কাঠ পচতে শুরু করলে তা সঙ্গে সঙ্গে সরিয়ে দেওয়া উচিত। কারণ এর ফলে পরিবারে বাস্তু দোষ বৃদ্ধি পায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.