বাড়িতে কাঁচ ভেঙেছে? ভয় পাবেন না, বিপদ কেটেছে আপনার!
ODD বাংলা ডেস্ক: ছোটবেলা থেকেই আমরা দেখে আসছি যে, নির্দিষ্ট কিছু ঘটনাকে অশুভ হিসেবে বর্ণনা করে আসছেন বাড়ির বড় সদস্যরা। যেমন- কোনও ভালো কাজে বেরোচ্ছেন, তখন বেড়াল রাস্তা কেটে গেল, অনেকে মনে করেন যে সেই রাস্তা পার করলে কাজ ভেস্তে যেতে পারে। আবার ডান চোখ পিটপিট করাকে অশুভ ইঙ্গিত মনে করেন। শুধু তাই নয়, দুধ ফোটানোর সময় তা উথলে পড়ে গেলে সকলে মনে করতে শুরু করে যে, নিশ্চয়ই খারাপ কিছু ঘটবে। এমনই একটি প্রচলিত অশুভ ঘটনা হল কাঁচ ভেঙে যাওয়া। এই কাঁচ ভেঙে যাওয়াকে অনেকে অশুভ মনে করেন, তাঁদের ধারণা এর ফলে অদূর ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন পরিবারের সদস্যরা।
১. বাস্তু শাস্ত্র অনুযায়ী বাড়ির কাঁচ বা আয়না হঠাৎই ভেঙে গেলে, বুঝবেন বাড়িতে আগত কোনও সঙ্কটকে আত্মস্থ করে নিয়েছিল ওই কাঁচ বা আয়না। কাঁচ ভেঙে যাওয়ায় সেই সঙ্কট তৎক্ষণাৎ বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে।
২. বাড়িতে দরজা বা জানালার কাঁচ ভেঙে গেলে বা তাতে ফাটল দেখা দিলে তাকে অশুভ মনে করবেন না। কারণ এটি কোনও সুসংবাদের দিকে ইঙ্গিত দেয়। এমনকি এটি ধন আগমনের দিকে ইশারা করে থাকে।
বাড়িতে কাঁচ ভেঙেছে? ভয় পাবেন না, বিপদ কেটেছে আপনার!
৩. বাস্তু অনুযায়ী বাড়িতে কাঁচ ভেঙে গেলে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন। কারণ এটি পুরনো বিবাদ সমাপ্ত হওয়ার কথা বলে। পাশাপাশি কোনও ব্যক্তি অসুস্থ থাকলে তাঁদের স্বাস্থ্যোন্নতি ঘটে।
৪. বাড়িতে কোনও কাঁচ বা আয়না ভেঙে গেলে অযথা চেঁচামিচি করবেন না। তার পরিবর্তে চুপচাপ সেই কাঁচের টুকড়ো পরিষ্কার করে বাড়ির বাইরে করে দিন।
৫. অনেকে শখ করে গোল বা ডিম্বাকৃতি আয়না লাগান। তবে বাস্তু অনুযায়ী এই আয়না বাড়ির ইতিবাচক শক্তিকে শুষে নেয়। তাই যতদূর সম্ভব চতুর্ভূজাকৃতি আয়না লাগানো উচিত।
Post a Comment