বাড়িতে ভুলেও লাগাবেন না এই গাছ, রেগে ঘর ছাড়বেন লক্ষ্মী!
ODD বাংলা ডেস্ক: নিজের বাড়িকে সতেজতায় ভরিয়ে রাখতে অনেকে বিভিন্ন রকমের গাছপালা লাগিয়ে থাকেন। বাস্তু শাস্ত্রেও এই গাছপালার বিশেষ মাহাত্ম্য স্বীকৃত। বাড়িতে গাছপালা লাগানোর কিছু বিশেষ নিয়মের উল্লেখ রয়েছে বাস্তু শাস্ত্রে। বাস্তু অনুযায়ী কিছু কিছু গাছ যেমন বাড়িতে লাগানো শুভ, তেমনই এমন কিছু গাছ রয়েছে যা বাড়িতে নেতিবাচক শক্তি, দুঃখ-কষ্টকে আমন্ত্রণ জানায়। বাস্তু বলছে এমনই কিছু গাছ রয়েছে যা বাড়িতে লাগালে লক্ষ্মী ক্ষুব্ধ হতে পারেন। তিনি ঘর ছাড়লে সুখ, সৌভাগ্য, সমৃদ্ধিও গৃহত্যাগ করবে। কোন কোন গাছ বাড়িতে রাখবেন না তা জেনে নিন এখানে।
বাবলা গাছ
ঔষধীয় গুণের জন্য আয়ুর্বেদে বাবলা গাছকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। কিন্তু বাস্তু শাস্ত্র অনুযায়ী এই গাছে নেতিবাচক শক্তি বর্তমান। তাই বাড়ির ভেতরে, বাগানে বা আশপাশে ভুলেও বাবলা গাছ লাগাতে নেই। আবার বাবলা গাছে প্রচুর কাঁটা থাকে। বাস্তু শাস্ত্র অনুযায়ী কাঁটাযুক্ত গাছ বাড়ি বা তার আশপাশে থাকলে সেটি ব্যক্তির জীবনে একাধিক সমস্যাকে আমন্ত্রণ জানায়। বাবলা গাছ লাগালে পরিবারে কলহ, মানসিক অসুস্থতা তৈরি হয়। তাই বাবলা গাছ বাড়িতে রাখতে নেই। আবার এই গাছ বাড়িতে থাকলে তা যত শীঘ্র সম্ভব বের করে দেওয়া উচিত।
মেহেন্দি গাছ
বাড়ির ভিতর বা বাইরে কোথাও মেহেন্দি গাছ লাগাবেন না। এই গাছে অশুভ আত্মার বাস। তাই যেখানে এই গাছ লাগানো হয় সেখানেই নেতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায়। তাই বাড়িতে কখনও মেনেন্দি গাছ লাগাবেন না এবং কাউকে উপহারেও দেবেন না।
শুকনো গাছ
শাস্ত্র মতে সবুজ, বিকশিত গাছই আনন্দ, সুখ-সমৃদ্ধির প্রতীক। শুকিয়ে বা পচে যাওয়া গাছ বাড়ি থেকে যত তাড়াতাড়ি সম্ভব সরিয়ে দেবেন। বাস্তু অনুযায়ী শুকনো গাছ বাড়িতে নেতিবাচক শক্তির সঞ্চার করে থাকে। এর ফলে কোনও সফল হতে চলা কাজও ভেস্তে যায়। এ ধরনের শুকনো, খারাপ গাছ পরিবারের সদস্যদের দুঃখের কারণ হয়ে যায়। এমন গাছ বাড়ি থাকলে লক্ষ্মী রুষ্ট হন।
তেঁতুল গাছ
তেঁতুলের টক খেতে ভালোবাসলেও বাড়িতে ভুলেও এই গাছ লাগাবেন না। তেঁতুল গাছ কাঁটা যুক্ত, আবার এতে নেতিবাচক শক্তির বাস। তাই বাড়িতে কখনও এই গাছ লাগাবেন না। বাস্তু অনুযায়ী কোনও জমিতে আগে থেকে তেঁতুল গাছ থাকলে সেখানে কখনও বাড়ি বানাতে নেই। তা না-হলে সেখানে বসবাসকারী সদস্যদের জীবনে সমস্যা বৃদ্ধি পেতে শুরু করে।
কার্পাস গাছ
অনেকে কার্পাস গাছ ঘর সাজানোর কাজে ব্যবহার করে থাকেন। কিন্তু বাস্তু শাস্ত্র অনুযায়ী বাড়িতে এই গাছ লাগানো অশুভ। মনে করা হয় এই গাছ বাইরের ধুলোবালিকে আকৃষ্ট করে। যার ফলে ঘর নোংরা হয় ও নেতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায়। শাস্ত্র মতে এই গাছ দারিদ্র ও দুঃখের বাহক। তই ভুলেও এই গাছ বাড়িতে লাগাতে নেই।
Post a Comment