তীব্র দাবদাহের মাঝেই বৃষ্টির পূর্বাভাস, কোন জেলায় কবে বৃষ্টি জানিয়ে দিল হাওয়া অফিস
ODD বাংলা ডেস্ক: আপাতত দাবদাহ থেকে মুক্তি নেই দক্ষিণবঙ্গবাসীর। তবে উত্তরবঙ্গে দেখা মিললেও মিলতে পারে ছিটেফোঁটা বৃষ্টির। এমনই পূর্বাভাস শুনিয়েছে আবহাওয়া দফতর।তবে দক্ষিণবঙ্গে সপ্তাহের শেষে তাপমাত্রা কিছুটা কমতে পারে। শুক্রবার ২১ এপ্রিল পর্যন্ত দাবদাহ চলবে দক্ষিণবঙ্গে।বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে জেলায় জেলায়। হাওয়া অফিস বলছে, গরমের সঙ্গে অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে শুক্রবার পর্যন্ত।আপাতত চারদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রীতিমতো গরমের হলকা ও অস্বস্তি বজায় থাকবে।বিভিন্ন জেলায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় দুই থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বেশি থাকবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা আগামী বৃহস্পতিবার পর্যন্ত। বেলা বাড়লেই রয়েছে লু’-এর সতর্কতা।
Post a Comment