অবশেষে স্বস্তির বৃষ্টি! শনিবার ভিজবে একাধিক জেলা
ODD বাংলা ডেস্ক: শুক্রবার থেকে রাজ্যে হাওয়া বদলের সম্ভাবনা তৈরি হয়েছে। শনিবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় বুধবার হতে পারে শিলাবৃষ্টি। কিন্তু, নীচের তিন জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস।গত কয়েকদিন ধরে গরমে কার্যত নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছে একাধিক জেলায়। বুধবারেও কমবে না অস্বস্তি। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও ঝাড়গ্রামে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে।বৃহস্পতিবারও একই পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গে। শুক্রবার ২১ এপ্রিলও তাপপ্রবাহের সতর্কতা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম,ঝাড়গ্রাম এবং মুর্শিদাবাদে। অন্যান্য জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই কমবে। শুক্রবারই আবহাওয়ার বদল হতে পারে উপকূলের জেলাগুলিতে। আংশিক মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে।
Post a Comment