ভারতে তৈরি কাশির সিরাপ নকল করে বিক্রি!


ODD বাংলা ডেস্ক: চাঞ্চল্যকর অভিযোগ আনল পঞ্জাবের কাশির সিরাপ প্রস্তুতকারী সংস্থা QP ফার্মা কেমিক্যাল লিমিটেড। আন্তর্জাতিক বাজারে ভারতের তৈরি সিরাপ নকল করার চেষ্টা করছে বলে অভিযোগ করা হয়েছে। ভারত সরকারের ভাবমূর্তি নষ্ট করতে নকলের চেষ্টা বলে দাবি করেছেন সংস্থার এক আধিকারিক। কয়েকদিন আগে মার্শাল দ্বীপপুঞ্জ এবং মাইক্রোনেশিয়ায় ভারতের তৈরি কাফ সিরাপের উপর সতর্কতা জারি করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO। গুয়াইফেনেসিন নামে ভারতের তৈরি কাশির সিরাপটি অত্যন্ত নিম্নমানের বলে সংস্থার তরফে দাবি করা হয়। WHO-র দাবি অনুযায়ী গুয়াইফেনেসিন সিরাপটিকে প্রচুর পরিমাণে ডাইথাইলিন গ্লাইকোল এবং ইথিলিন গ্লাইকোল রয়েছে।বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ওই সিরাপ খেলে আট থেকে আশি সকলেই গুরুতর অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা বেশি। WHO-র রিপোর্ট অনুযায়ী, অস্ট্রেলিয়ার থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা গুয়াইফেনেসিন সিরাপের নমুনা পরীক্ষা করা হয়েছে। সেই পরীক্ষায় সিরাপে অধিক পরিমাণে ডাইথাইলিন গ্লাইকোল এবং ইথিলিন গ্লাইকোল পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.